নয়াদিল্লি: বেতার অনুষ্ঠান ‘মন বি বাত’-এ আফগানিস্তানের তরুণ লেগস্পিনার রশিদ খানের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, ‘কয়েকদিন আগেই বেঙ্গালুরুতে একটি ঐতিহাসিক ঘটনা ঘটেছে। আমি ভারত-আফগানিস্তান টেস্ট ম্যাচের কথা বলছি। ওরা প্রথম ম্যাচ ভারতের বিরুদ্ধে খেলায় আমাদের গর্বিত হওয়া উচিত। রশিদ খান বিশ্ব ক্রিকেটের সম্পদ। তিনি আইপিএল-এও ভাল খেলেছিলেন।’
জনসঙ্ঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে মোদী বলেছেন, ’২৩ জুন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যুবার্ষিকী। তাঁর তিনটি প্রিয় বিষয় ছিল শিক্ষা, প্রশাসন ও সংসদীয় বিষয়। আপনারা কি জানেন, তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সর্বকনিষ্ঠ উপাচার্য ছিলেন? তাঁর আমন্ত্রণে ১৯৩৭ সালে সমাবর্তনে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলায় ভাষণ দেন। ব্রিটিশ শাসনে সেটাই বাংলায় প্রথম ভাষণ ছিল।’
আজ জিএসটি-রও প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে তিনি বলেছেন, ‘কয়েকদিন পরেই জিএসটি-র এক বছর পূর্ণ হবে। এক দেশ, এক করের স্বপ্ন পূরণ হয়েছে। এক দেশ এক কর সংস্কারের কৃতিত্ব রাজ্যগুলিকে দিতে চাই। জাতীয় স্বার্থে রাজ্যগুলি সমর্থনের সিদ্ধান্ত নেওয়ার ফলেই জিএসটি কার্যকর করা সম্ভব হয়েছে। সহযোগিতার ভিত্তিতে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর সবচেয়ে বড় উদাহরণ জিএসটি।’
প্রধানমন্ত্রী আরও বলেছেন, ‘২০১৯-এ জালিয়ানওয়ালাবাগ গণহত্যার ১০০ বছর পূর্ণ হবে। ক্ষমতার অপব্যবহার করে নিরস্ত্র ও নিরীহ মানুষকে হত্যার কথা কে ভুলে যেতে পারে? ওই ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে, হিংসা ও নিষ্ঠুরতা কোনও সমস্যার সমাধান করতে পারে না। শেষপর্যন্ত অহিংসা, শান্তি ও ত্যাগেরই জয় হয়।’
রশিদ খান বিশ্ব ক্রিকেটের সম্পদ, শ্যামাপ্রসাদের আমন্ত্রণে কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাংলায় ভাষণ দেন রবীন্দ্রনাথ, ‘মন কি বাত’-এ মোদী
Web Desk, ABP Ananda
Updated at:
24 Jun 2018 01:47 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -