নয়াদিল্লি: কালো টাকা, দুর্নীতির মোকাবিলা করা যাবে বলে সওয়াল করে  নরেন্দ্র মোদীর ৫০০, ১০০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্তকে সাহসী পদক্ষেপ বলেছেন ইতিমধ্যেই।  এবার নোট বাতিলে বিপাকে পড়া গরিব মানুষের দুর্ভোগ কমাতে তাঁদের জন্য বিশেষ ত্রাণ ব্যবস্থা নিতে সরকারকে পরামর্শ দিলেন রতন টাটা।


ট্যুইট  করে টাটা সন্স-এর চেয়ারম্যান বলেছেন, সরকার নতুন নোট সরবরাহের জন্য যথাসাধ্য  চেষ্টা করছে বটে, তবে জাতীয় বিপর্যয়ের সময় যে ধরনের পদক্ষেপ করা হয়ে থাকে, সেরকমই কিছু বিশেষ ব্যবস্থা নেওয়া হোক যাতে সমাজের দুর্বল অংশের মানুষের নিত্যদিনের প্রয়োজন মেটাতে সুবিধা হয়, জরুরি ভিত্তিতে চিকিত্সা বা ছোটখাট হাসপাতালে ডাক্তার দেখানো, এসব করতে পারেন তাঁরা। এটা করা গেলে সত্যিই ভাল হবে। এ ধরনের জরুরি পদক্ষেপ করা হলে তাকে দারুণ ভাবে স্বাগত জানাবেন সমাজের বিপন্ন মানুষজন, তাঁদের এটা মনে হবে যে, সরকার তাঁদের কথা ভাবে, নোট বাতিলের মতো এমন জরুরি কর্মসূচি রূপায়নের সময় সাধারণ মানুষের প্রয়োজন, চাহিদার কথা সরকার ভুলে যায়নি।

 


রতন টাটা উল্লেখ করেছেন যে, নোট বাতিলের পদক্ষেপ বাস্তবায়িত করার জেরে আমজনতা বিরাট সমস্যায় পড়েছেন, বিশেষত দেশের ছোট ছোট শহরে হাসপাতালে চিকিত্সা, বড় রকমের অপারেশন করাতে, ওষুধপত্র কিনতে গিয়ে।  ঘরে নগদ টাকা না থাকায় খাবার কেনা থেকে শুরু করে নিত্যদিনের নানা মৌলিক চাহিদা মেটাতে গিয়ে দুর্বল মানুষজন কঠিন সমস্যায় পড়ছেন বলেও জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, ৫০০, ১০০০-এর নোট নিষিদ্ধ হওয়ার পর থেকে ঘরে বড় অঙ্কের নোট থাকায় সমস্যায় পড়েছেন সিংহভাগ মানুষ। এটিএম, ব্যাঙ্কে পর্যাপ্ত নতুন ১০০ টাকার নোটের সরবরাহ না থাকায় চরম দুর্ভোগে পড়তে হচ্ছে তাঁদের। এই প্রেক্ষাপটেই ট্যুইট টাটা-কর্তার।