নয়াদিল্লি: সাইরাস মিস্ত্রির সঙ্গে ‘ক্ষমতার’ লড়াইয়ের মধ্যেই কেন্দ্রের দ্বারস্থ টাটারা।


মঙ্গলবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির সঙ্গে সাক্ষাত করেন টাটা গোষ্ঠীর অন্তর্বর্তী চেয়ারম্যান রতন টাটা। এদিন দুজনের মধ্যে প্রায় আধ-ঘণ্টা ধরে কথা হয়।


টাটা সন্স-এর চেয়ারম্যানের পদ থেকে সাইরাস মিস্ত্রিকে সরিয়ে দেওয়ার পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে সংস্থার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন তিনি।


তবে, জেটলির সঙ্গে কী কথা হয়েছে, তা নিয়ে অবশ্য মুখ খোলেননি বছর ৭৮-এর রতন টাটা। জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর সঙ্গেও সাক্ষাত করতে চেয়েছেন জেটলি।


অন্যদিকে, অর্থমন্ত্রীর পাশাপাশি কোম্পানি-বিষয়ক মন্ত্রিত্বের পদ সামলানো জেটলির সঙ্গে দেখা করতে চেয়েছেন বহিষ্কৃত চেয়ারম্যান সাইরাস মিস্ত্রিও। এমনকী, টাটা চেয়ারম্যানের মত তিনিও মোদীর সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছেন।


গত ২৪ অক্টোবর, আচমকা টাটা সন্স-এর চেয়ারম্যানের পদ থেকে সাইরাস মিস্ত্রিকে সরিয়ে অন্তর্বর্তী চেয়ারম্যান হয়ে ফিরে আসেন রতন টাটা। শুধু তাই নয়, মিস্ত্রিকে টিসিএস-এর চেয়ারম্যানের পদও খোয়াতে হয়।


বহিষ্কাররে পর দুই পক্ষের মধ্যে অভিযোগ-পাল্টা অভিযোগ শুরু হয়ে যায়। একদিকে, মিস্ত্রি দাবি করেন, তাঁকে অন্যায়ভাবে সরানো হয়েছে।


তাঁর অভিযোগ, চার বছর আগে তাঁর হাতে সংস্থার রাশ দিয়ে সরে দাঁড়ালেও, ক্রমাগত কাজে হস্তক্ষেপ করতেন রতন টাটা। ফলে, তিনি কার্যত ‘ঠুঁটো জগন্নাথ’ হয়ে দাঁড়িয়েছিলেন।


অন্যদিকে, মিস্ত্রির নেতৃত্ব দেওয়ার ক্ষমতা নেই বলে পাল্টা অভিযোগ করেন রতন টাটা। এখনও পর্যন্ত কেন্দ্র এই তিক্ত লড়াই থেকে নিজেদের দূরে সরিয়ে রেখেছে।