নাগপুর: আরএসএস দপ্তরে রতন টাটা। নাগপুরে সঙ্ঘের সদর কার্যালয়ে গিয়ে বুধবার দুপুরে সঙ্ঘ প্রধান মোহন ভাগবতের সঙ্গে প্রায় ২৫ মিনিট কথা বলেন টাটা শিল্পগোষ্ঠীর অন্তর্বর্তী চেয়ারম্যান। তাঁর সঙ্গে ছিলেন বিজেপির কোষাধ্যক্ষ ফ্যাশন ডিজাইনার সাইনা এনসি।
টাটা গোষ্ঠীর বহিষ্কৃত চেয়ারম্যান সাইরাস মিস্ত্রীর সঙ্গে বর্তমানে চরম আইনি বিবাদ চলছে রতন টাটার। সেই প্রেক্ষাপটেই সঙ্ঘ কার্যালয়ে তাঁর এদিনের সফর। রতন টাটা অবশ্য এ নিয়ে মিডিয়ার সঙ্গে কথা বলেননি। কী নিয়ে তাঁর সঙ্গে ভাগবতের কথা হয়েছে, সে ব্যাপারে সাইনাও কিছু জানাননি। যদিও নিজের সরকারি ট্যুইটার অ্যাকাউন্টে সফরের ছবি পোস্ট করেন।
এদিন বিমানবন্দরে রতন টাটাকে স্বাগত জানাতে হাজির ছিলেন তাঁদের প্রতিনিধি, জানিয়েছেন সঙ্ঘের এক নেতা। বিমানবন্দর থেকে রতন টাটা প্রথমে রেশমীবাগে আরএসএস স্মৃতি মন্দির দর্শনে যান। আরএসএসের প্রায় সব গুরুত্বপূর্ণ কর্মসূচি পালিত হয় এখানেই। দেশের শিল্প জগতের অন্যতম শীর্ষ ব্যক্তিত্বের সফর সম্পর্কে প্রশ্ন করা হলে সঙ্ঘের প্রধান মুখপাত্র মনমোহন বৈদ্য বলেন, শ্রী টাটা নিজে আরএসএস দপ্তর দেখার ইচ্ছার কথা আমাদের জানিয়েছিলেন। আমরা সেইমতো ব্যবস্থা করি। সঙ্ঘ প্রধানও নাগপুরে রয়েছেন। উনি হেগড়েওয়ার স্মৃতি মন্দির ও মহল হেডকোয়ার্টারে গিয়েছেন, আরএসএসের কাজকর্ম সম্পর্কে সঙ্ঘ প্রধানের সঙ্গে আলোচনা করেছেন। তিনি বলেছেন, আরএসএস সম্পর্কে বিশেষ কিছুই তাঁর জানা নেই। সরসঙ্ঘচালকের কাছ থেকে সে ব্যাপারে জেনেছেন। প্রায় ২৫ মিনিট কাটিয়েছেন। একেবারেই সৌজন্যমূলক সফর এটা।