নাগপুর: নাগপুরে আরএসএস দপ্তরে রতন টাটা। সঙ্ঘ প্রধান মোহন ভাগবতের সঙ্গে তাঁর বৈঠক হয়েছে বলে খবর। সঙ্ঘ সূত্রে খবর, গত বুধবার আরএসএস হেডকোয়ার্টারে এসেছিলেন রতন টাটা। গত মঙ্গলবার তিনি নাগপুরে পৌঁছন, বুধবার ভাগবতের সঙ্গে কথার পরই শহর ছাড়েন। নিছক সৌজন্যমূলক ছিল রতন টাটার এই সফর, দাবি করেছেন সঙ্ঘের জনৈক কর্তা। ২০১৬-র ২৮ ডিসেম্বর সঙ্ঘের সদর দপ্তরে এসেছিলেন টাটা গোষ্ঠীর এই শীর্ষ ব্যক্তিত্ব। তারপর এই সফর।
গত বছরের আগস্টে মুম্বইয়ে প্রয়াত আরএসএস নেতা নানা পালকরের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে মঞ্চে ভাগবতের পাশে বসেছিলেন রতন টাটা। তিনি ছিলেন ওই অনুষ্ঠানের প্রধান অতিথি। সেখানকার ভাষণে টাটা গোষ্ঠীর ভূয়সী প্রশংসা করেছিলেন ভাগবত, বলেছিলেন, ব্যক্তিগত সমৃদ্ধি, ভোগের জন্য নয়, সমাজের মঙ্গলে সম্পদের ব্যবহারেই সবসময় তারা জোর দিয়েছে।
নাগপুরে আরএসএস দপ্তরে রতন টাটা, মোহন ভাগবতের সঙ্গে বৈঠক
Web Desk, ABP Ananda
Updated at:
18 Apr 2019 08:31 PM (IST)
নিছক সৌজন্যমূলক ছিল রতন টাটার এই সফর, দাবি করেছেন সঙ্ঘের জনৈক কর্তা। ২০১৬-র ২৮ ডিসেম্বর সঙ্ঘের সদর দপ্তরে এসেছিলেন টাটা গোষ্ঠীর এই শীর্ষ ব্যক্তিত্ব। তারপর এই সফর।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -