রায়পুর:  টাটা গ্রুপের ইতিহাসে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত চেয়ারম্যান হলেন রতন টাটা, মন্তব্য ভারতীয় জনতা দলের রাজ্যসভা সাংসদ সুব্রহ্মণ্যম স্বামীর। তিনি আরও বলেন, রতন টাটা, টাটা বংশের উত্তরসূরীও নন, যেমন তাঁর বাবা ছিলেন। রতন টাটার বাবাকে দত্তক নেওয়া হয়েছিল।


রতন টাটাকে সরাসরি আক্রমণ করে সুব্রহ্মণ্যম স্বামীর মন্তব্য, তিনি ইচ্ছাকৃতভাবে সাইরাস মিস্ত্রিকে হেনস্থা করছেন। ঠিক দুমাস আগে টাটা গ্রুপের সমস্ত বোর্ড সদস্যরা সাইরাসের কাজের উচ্ছ্বসিত প্রশংসা করেন। অথচ দুমাস বাদে তাঁকে সরিয়ে দেওয়া হল। বিজেপি সাংসদ মনে করেন, হয়তো রতন টাটা সাইরাসের এই সাফল্য সহ্য করতে পারছিলেন না, তাই প্রকাশ্যে এধরনের পদক্ষেপ নিয়ে সাইরাস মিস্ত্রিকে হেনস্থা করলেন।

শুধু সাইরাস প্রসঙ্গেই রতন টাটাকে বিঁধে থেমে থাকেননি এই বিজেপি সাংসদ। রায়পুরে এক সাংবাদিক বৈঠকে সুব্রহ্মণ্যম স্বামী বলেন, বিভিন্ন ধরনের কেলেঙ্কারির সঙ্গে জড়িয়ে রয়েছে রতন টাটার নাম। রতন টাটার নাম জড়িয়েছে টুজি কেলেঙ্কারিতে, এয়ার এশিয়া কেলেঙ্কারিতে, জাগুয়ার চুক্তি ও ভিস্তারা পার্টনারশিপে। বিজেপি নেতার দাবি, তিনি এধরনের পদক্ষেপ নিলেন নিজেকে বিভিন্ন কেলেঙ্কারি থেকে বাঁচাতে। কিন্তু আদালতে যখন একবার এই মামলা পৌঁছেছে, তখন তাঁর দোষ প্রমাণ হলে তিনি শাস্তি পাবেনই।

বিজেপি নেতা জানিয়েছেন, তিনি প্রধানমন্ত্রীকে একটি চিঠি লিখে এবিষয় সরকারি হস্তক্ষেপ দাবি করেছেন। এছাড়াও একটি বিশেষ তদন্তকারী দল গঠন করে এই ঘটনার তদন্তের আর্জিও করেছেন।

এদিকে দিন কয়েক আগেই সাইরাস মিস্ত্রিকে অপসারণ করে, টাটা সনস-এর তরফে তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আনা হয়। পাল্টা সাইরাস মিস্ত্রিও অভিযোগ করেন, টাটা গ্রুপের অন্দরে পরিচালনা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। এছাড়া, রতন টাটা গ্রুপের বিষয় অকারণে নাক গলাতেন, যা সংস্থার পক্ষে ক্ষতিকারক, দাবি সাইরাসের।