মু্ম্বই:  নোট বাতিলের সিদ্ধান্তের জেরে সন্ত্রাসবাদী সংগঠনগুলোর অর্থভাণ্ডার ধাক্কা খেয়েছে। আবার গত কয়েকদিনে কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর ওপর পাথর ছোড়ার হারও কমেছে, জানালেন পর্রীকর। কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রীকরের দাবি, উপত্যকায় পাথর ছোড়ার জন্যে ৫০০ টাকা দেওয়া হয়। নোট বাতিলের জেরে, সেই আক্রমণ বন্ধ হয়েছে।

মোদীর এই সাহসী সিদ্ধান্তের জেরে ভারতে জঙ্গি সংগঠনগুলি সমস্যায় পড়েছে, এবং সেই জন্যে প্রধানমন্ত্রীকে কুর্নিশ জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী। শুধু জঙ্গি সংগঠন নয়, কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছে দেশের মাদক পাচার চক্রগুলোও, দাবি পর্রীকরের।

সোমবার এক সাংবাদিক বৈঠকে পর্রীকর দাবি করেন, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর ওপর পাথর ছোড়ার জন্যে ৫০০ টাকা দেওয়া হত। অন্য বড় কোনও হামলা চালাতে পারলে ১০০০ টাকা। কিন্তু নোট বাতিলের জেরে সেই হামলাও বন্ধ হয়েছে। গত মঙ্গলবারের পর থেকে এখনও অবধি পাথর ছোড়ার ঘটনা ঘটেনি কাশ্মীরে। মোদীর এই সাহসী পদক্ষেপ কার্যত জঙ্গি সংগঠনগুলোর হাত একেবারে শূন্য করে দিয়েছে, মন্তব্য পর্রীকরের।

পর্রীকর মনে করেন, মোদীর এই সাহসী সিদ্ধান্তে উপকৃত দেশের সীমান্ত নিরাপত্তা এবং অভ্যন্তরে অর্থনৈতিক নিরাপত্তা। তবে নয়া নোট পর্যাপ্ত না থাকায় এবং এটিএম পরিষেবা সঠিকভাবে কাজ না করায় দেশের আমজনতা যে সমস্যায় পড়েছে, সেপ্রসঙ্গে পর্রীকরের মন্তব্য এই সমস্যা সাময়িক। অল্প কিছুদিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হবে।