পুরী: আজ রথযাত্রা। রথে চড়ে জগন্নাথের মাসির বাড়ি যাত্রা। সঙ্গে সুভদ্রা ও বলরাম। উত্সব ঘিরে পুরীতে লাখো মানুষের ভিড়। রীতি মেনে আজ সকালে কাঁসর, ঘণ্টা বাজিয়ে মন্দির থেকে শোভাযাত্রার মাধ্যমে জগন্নাথ, বলরাম ও শুভদ্রাকে বসানো হবে সুসজ্জিত রথে৷ এরপর শুরু হবে বিশেষ পূজা-অর্চনা৷ প্রতিবারের মতো এবারও বিশেষ ধরনের কাঠ দিয়ে তৈরি হয়েছে তিনটি রথ-জগন্নাথদেবের নন্দীঘোষ, বলভদ্রের তালধ্বজ এবং সুভদ্রার রথ দর্পদলন৷ অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা সৈকত শহর৷ মন্দির চত্বরে নজরদারি চালাতে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা।


প্রতিবারের মতো এবারও এ শহরে দেখা যাবে ইসকনের রথযাত্রা। অংশ নেবেন বহু মানুষ। রথযাত্রার পালিত হবে হুগলির মাহেশেও। সকাল থেকেই চলছে প্রস্তুতি।