পুরী: আজ রথযাত্রা। রথে চড়ে জগন্নাথের মাসির বাড়ি যাত্রা। সঙ্গে সুভদ্রা ও বলরাম। উত্সব ঘিরে পুরীতে লাখো মানুষের ভিড়। রীতি মেনে আজ সকালে কাঁসর, ঘণ্টা বাজিয়ে মন্দির থেকে শোভাযাত্রার মাধ্যমে জগন্নাথ, বলরাম ও শুভদ্রাকে বসানো হবে সুসজ্জিত রথে৷ এরপর শুরু হবে বিশেষ পূজা-অর্চনা৷ প্রতিবারের মতো এবারও বিশেষ ধরনের কাঠ দিয়ে তৈরি হয়েছে তিনটি রথ-জগন্নাথদেবের নন্দীঘোষ, বলভদ্রের তালধ্বজ এবং সুভদ্রার রথ দর্পদলন৷ অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা সৈকত শহর৷ মন্দির চত্বরে নজরদারি চালাতে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা।
প্রতিবারের মতো এবারও এ শহরে দেখা যাবে ইসকনের রথযাত্রা। অংশ নেবেন বহু মানুষ। রথযাত্রার পালিত হবে হুগলির মাহেশেও। সকাল থেকেই চলছে প্রস্তুতি।
আজ রথযাত্রা, উত্সব ঘিরে পুরীতে লাখো মানুষের ভিড়, প্রস্তুতি শহরেও
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
06 Jul 2016 01:35 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -