পটনা: বিহারে কেন বন্যা হচ্ছে জানেন? স্রেফ ইঁদুরের জন্য। এই তত্ত্ব দিয়েছেন রাজ্যের জল সম্পদ মন্ত্রী রাজীব রঞ্জন ওরফে লাল্লন সিংহ। ক্ষুদ্র সেচ ও বিপর্যয় মোকাবিলা মন্ত্রী দীনেশ চন্দ্র যাদবও দোষ তুলে দিয়েছেন বেচারা ইঁদুর বাহিনীর ঘাড়ে।


গত মাসের বন্যায় বিহারের উত্তর ও পূর্বাঞ্চল কার্যত ভেসে গিয়েছে। ঘরছাড়া হয়েছেন অসংখ্য মানুষ। পরিস্থিতি দেখতে এসেছিলেন জল সম্পদ মন্ত্রী লাল্লন সিংহ। তিনি বলেন, কমলাবালান নদীর বাঁধের ফুটো দিয়ে জল বেরিয়ে বিস্তীর্ণ এলাকায় বন্যা হয়েছে। এই ফুটো করেছে ইঁদুররা। রাজ্যে বন্যার আসল কারণ তারাই।

মন্ত্রীর ব্যাখ্যা, বাঁধের কাছাকাছি থাকা মানুষরা নিজেদের শস্য ওই বাঁধের ওপর স্তূপ করে রাখেন। ফলে হাজির হয় ইঁদুর বাহিনী। এরা বাঁধে ফুটো করে কাঠামো দুর্বল করে দেয়, ফলে বন্যা হয়।

ক্ষুদ্র সেচ মন্ত্রী দীনেশ যাদবও বন্যার জন্য দায়ী করেছেন আত্মপক্ষ সমর্থনে অক্ষম ইঁদুর কুলকে। তাঁর বক্তব্য, বাঁধ দুর্বল করায় ইঁদুরদের বিরাট হাত রয়েছে। ওরাই বন্যার কারণ। ইঁদুর আর মশার তো কোনও সমাধান নেই।

বিহারের ইঁদুরদের অবশ্য অনেক দোষ। এই তো মে মাসে ৯ লক্ষ লিটার মদ খেয়ে শেষ করেছিল তারা। হয়েছিল কী, বিহারে মদ্যপান নিষিদ্ধ হওয়ার পর পুলিশ ওই অ্যালকোহল নানা জায়গা থেকে বাজেয়াপ্ত করে। পরে দেখা যায়, পুলিশ স্টেশনের মালখানা বা গুদামে বাজেয়াপ্ত বোতলগুলির অস্তিত্ব নেই। দোষ গিয়ে পড়ে সেই বেচারা ইঁদুরদের ঘাড়ে। পরে অবশ্য পুলিশ গ্রেফতার করে বিহার পুলিশ মেনস অ্যাসোসিয়েশনের সভাপতি নির্মল সিংহ ও অ্যাসোসিয়েশনেরই জনৈক সদস্য শামসের সিংহকে। দেখা যায়, ওই অত বোতল মদ স্রেফ খেয়ে নিয়েছে তারা।