মথুরা: যে দিন রামচন্দ্র রাবণ-বধ করেছিলেন, সেই দিনটিকেই রাবণের আরাধনার জন্য বেছে নিল এক রাবণ-ভক্ত সংগঠন।
১১ অক্টোবর দেশ জুড়ে যখন পালিত হবে দশেরা উত্সব, তখন দশাননেরই পুজো করবে ‘রাবণ ভক্ত মণ্ডল’ নামে এই সংগঠন। সংগঠনের প্রেসিডেন্ট ওমবীর সারস্বত জানিয়েছেন, আগামীকাল অর্থাত মঙ্গলবার সকাল ১১ টা নাগাদ নতুন যমুনা সেতুর কাছে সমবেত হবেন তাঁরা। সেখানেই মহাদেও-র মন্দিরে অনুষ্ঠিত হবে রাবণ-আরাধনা।
প্রসঙ্গত, অনেকেই মাইকেল মধুসূদন দত্তের মতো রামায়ণে রাবণকেই হিরো হিসেবে মনে করেন। এই সংগঠনও তাই, দশেরার দিন রামের উপাসনা না করে করবেন রাবণ-পুজো।
দশেরার দিনই রাবণের আরাধনা!
Web Desk, ABP Ananda
Updated at:
10 Oct 2016 07:36 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -