নয়াদিল্লি: কলকাতায় ইংল্যান্ডের সঙ্গে একদিনের ম্যাচ খেলে জাল্লিকাট্টুর পাকাপাকি অনুমতির দাবিতে বিক্ষোভে অগ্নিগর্ভ হয়ে ওঠা নিজের শহর চেন্নাইয়ে সোমবার পা রেখেই ভয় পেয়ে গেলেন। দিকে দিকে রাস্তা অবরোধ। জ্বলছে গাড়ি, থানায় আন্দোলনকারীদের হামলা। কার্যত স্তব্ধ রাজধানী। হিংসায় উত্তপ্ত আবহাওয়া। থাকেন পশ্চিম মাম্বালামে। কিন্তু চেনা শহরের এই চেহারা দেখে প্রমাদ গুনলেন রবিচন্দ্রন অশ্বিন। বিরাট কোহলির বড় ভরসা স্পিনারকে কে ভরসা দেবে এবার! গাড়িতে বাড়ি ফেরা বোধহয় যাবে না। অতঃপর চেন্নাই বিমানবন্দর থেকে বেরিয়ে মেট্রোয় উঠে পড়লেন তিনি। সেখানে ঢুকে ভরসা পেলেন। না, তিনি একা নন। বহু মানুষ উঠেছেন। গতকাল আমজনতার পাশাপাশি অশ্বিনের মতো তারকারাও নিরাপদে নিজের গন্তব্যে পৌঁছতে সওয়ারি হন মেট্রোর। ঘরের তারকা-ছেলেকে হাতের কাছে পেয়ে খুশি সহযাত্রীরাও। অশোক নগর স্টেশনে তিনি নেমে যাওয়ার আগে ভক্তদের আব্দার মেটাতে হল। অনেকেই তাঁর সঙ্গে সেলফি তুললেন।
অশ্বিন নিজেই ট্যুইট করেছেন, এমন পরিস্থিতিতেই গণপরিবহণ ব্যবস্থার প্রয়োজন হয়। নিরাপদে নিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ এয়ারপোর্ট পুলিশকে।
জাল্লিকাট্টু খেলার অনুমতির দাবিতে শান্তিপূর্ণ পথে শুরু হওয়া আন্দোলনে আগে ট্যুইট করে সমর্থন করেছিলেন অশ্বিন।
ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টি-২০ সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে অশ্বিন, রবীন্দ্র জাডেজাকে।