বন-দফতরের নিয়মানুযায়ী গাড়ি থেকে নেমে সিংহের সঙ্গে ফোটো তোলার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে সেখানে। গত মঙ্গল ও বুধবার গির অরণ্যে সাফারিতে গিয়েছিলেন সস্ত্রীক জাডেজা। তখনই তিনি এই নিয়ম ভাঙেন, এমনই অভিযোগ উঠেছে।
সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে জাডেজার যে ছবি ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে একদল সিংহের সঙ্গে জাডেজা ও তাঁর স্ত্রীর ছবি।
সিংহের থেকে মাত্র ১২ থেকে ১৩ ফুট দূরত্বে ছবি তুলেছেন জাডেজা, অভিযোগ এমনটাই।
ঘটনার তদন্ত শুরু করেছে বন দফতর।