গুজরাট: গির অভয়ারণ্যে সিংহের সঙ্গে সেলফি তুলতে গিয়ে বিপাকে ক্রিকেটার রবীন্দ্র জাডেজা।
বন-দফতরের নিয়মানুযায়ী গাড়ি থেকে নেমে সিংহের সঙ্গে ফোটো তোলার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে সেখানে। গত মঙ্গল ও বুধবার গির অরণ্যে সাফারিতে গিয়েছিলেন সস্ত্রীক জাডেজা। তখনই তিনি এই নিয়ম ভাঙেন, এমনই অভিযোগ উঠেছে।
সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে জাডেজার যে ছবি ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে একদল সিংহের সঙ্গে জাডেজা ও তাঁর স্ত্রীর ছবি।
সিংহের থেকে মাত্র ১২ থেকে ১৩ ফুট দূরত্বে ছবি তুলেছেন জাডেজা, অভিযোগ এমনটাই।
ঘটনার তদন্ত শুরু করেছে বন দফতর।
গির অভয়ারণ্যে সিংহের সঙ্গে নিয়ম ভেঙে সেলফি, বিপাকে ক্রিকেটার রবীন্দ্র জাডেজা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
17 Jun 2016 05:22 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -