বিয়েতে গুলি-তলোয়ার, বিতর্কে জাডেজা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 18 Apr 2016 07:53 AM (IST)
নয়াদিল্লি: বিয়ে বলে কথা, তাও আবার যে সে বিয়ে নয়, টিম ইন্ডিয়ার অন্যতম অলরাউন্ডার রবীন্দ্র জাডেজার বিয়ে। তাতে আবার একটু জাঁক-জমক হবে না, তা কি হয়? কিন্তু বন্দুক, তলোয়ার নিয়ে জাঁক জমক!! বরবেশে জাডেজা বিয়ে করতে যাওয়ার সময় উদ্দাম আনন্দে মেতেছিলেন তাঁর আত্মীয়-বন্ধু-ঘনিষ্ঠরা। সেইসময় উদ্দামতার বশেই জাডেজার কয়েক ফুট দূরত্বেই ভিড়ের মধ্যে কে যেন রিভলভার বের করে শূন্যে গুলিও ছুঁড়ে বসে। তাও একবার নয়, চারবার। সেই সময় বরযাত্রীরা নাচানাচিতে এতটাই ব্যস্ত ছিল যে, গোটা বিষয়টায় কেউ আর আমল দেয়নি। কিন্তু কিছুক্ষণ যেতেই টনক নড়ে সবার যখন গুলির শব্দে বিয়ে বাড়িতে পুলিশ গিয়ে হাজির হয়। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই শুরু হয় বিতর্ক। ভিডিও ফুটেজ দেখে এটা পরিষ্কার যে গুলি জাডেজার আত্মীয়দের মধ্যেই কেউ ছুঁড়েছিল। পুলিশের বক্তব্য, গুলি যেই ছুঁড়ুক, সেটা উৎসবের জন্য ছোঁড়া হলেও বেআইনি। এমনকী লাইসেন্স থাকা বন্দুক থেকেও আত্মরক্ষা ছাড়া গুলি ছোঁড়া যায় না। লোধিকা থানার এক পুলিশ আধিকারিক মহেন্দ্র সিংহ রানা জানিয়েছেন, কন্ট্রোল রুম থেকে আমরা মেসেজ পেয়েছি এই নিয়ে। আমরা ভিডিও ফুটেজ পরীক্ষা করে দেখছি। দোষ প্রমাণিত হলে তিন বছর পর্যন্ত জেল হতে পারে। এর আগে বিয়ের সঙ্গীত অনুষ্ঠানে জাডেজা স্বয়ং তলোয়ার নিয়ে নানা কসরৎ দেখিয়ে অবাক করে দিয়েছেন সবাইকে। কেউ কেউ উড়িয়েছিলেন টাকাও। সোশ্যাল মিডিয়াতেও এই নিয়ে প্রবল ক্ষোভ ছড়াতে সময় লাগেনি। অনেকেই বলতে থাকেন, ক’দিন আগেই উত্তরপ্রদেশে একটি বিয়েতে একই ভাবে উৎসব করতে গিয়ে গুলি ছোঁড়ায় একটি মেয়ে মারা গিয়েছিল। জাডেজার বিয়েতে গুলিতে কেউ হতাহত হয়নি বলেই সেটাকে হাল্কা ভাবে দেখার কোনও প্রশ্ন নেই। দোষীদের কড়া শাস্তি হওয়া উচিত। পুলিশ এখনও দোষী ব্যক্তিকে চিহ্নিত করতে পারেনি। তদন্ত চলছে। শোনা যাচ্ছে প্রিয় জাড্ডুর বিয়ের রিশেপশনের পার্টিতে ডোয়েন ব্র্যাভো ছাড়াও এমএস ধোনি, সুরেশ রায়না, সহ ভারতীয় দলের অন্যান্য ক্রিকেটাররা আসতে পারেন। কিন্তু এত আনন্দ উতসবের মধ্যেও জাডেজা একটু হলেও যে অস্বস্তিতে পড়লেন, তা আর বলার অপেক্ষা রাখে না।