জামনগর:  গুজরাতের জামনগরে রবীন্দ্র জাডেজার স্ত্রীর গাড়ির সঙ্গে ধাক্কা এক কনস্টেবলের বাইকের। সামান্য এই দুর্ঘটনার পরই বাইক থেকে নেমে এসে ক্রিকেটারের স্ত্রীর সঙ্গে বচসায় জড়িয়ে যান ওই কনস্টেবল। বচসার মাঝে আচমকাই ক্রিকেটারের স্ত্রীর চুলের মুঠি ধরে চড়-থাপ্পড় মারা শুরু করেন ওই কনস্টেবল। পরে ওই অভিযুক্ত কনস্টেবলকে গ্রেফতার করে সাসপেন্ড করা হয়।




সূত্রের খবর, রবীন্দ্র জাডেজার স্ত্রী রিভা সোলাঙ্কি জামনগরের সারু সেকশন রোডে ঘটনার সময় গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। সেই সময় ভুল দিক থেকে আসা একটি বাইকের সঙ্গে ধাক্কা লেগে যায় রিভার গাড়ির। তারপরই শুরু হয়ে যায় বচসা। এই দুর্ঘটনার পরই মাথা গরম করে ক্রিকেটারের স্ত্রীর গায়ে হাত পর্যন্ত তুলে দেন ওই কনস্টেবল।

অভিযুক্ত কনস্টেবলের নাম সঞ্জয় আহির। এরপর স্থানীয় থানায় গিয়ে অভিযোগ জানান ক্রিকেটারের স্ত্রী। অভিযুক্ত কনস্টেবলকে গ্রেফতার করা হয়। পরে সাসপেন্ডও করা হয়েছে বলে জানা গিয়েছে।

জামনগর জেলার এসপি প্রদীপ সেজুল পিটিআইকে দেওয়া এক সাক্ষাতকারে জানিয়েছেন, তাঁরা ক্রিকেটারের স্ত্রীকে সবধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন। এছাড়া অভিযুক্ত কনস্টেবলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণের আশ্বাসও দেওয়া হয়েছে। এক প্রত্যক্ষদর্শীর বয়ান অনুযায়ী রিভাকে খুবই জোরের সঙ্গে চড়-থাপ্পড় মারেন ওই কনস্টেবল। তিনি জানিয়েছেন, বচসার সময় রিভার চুলের মুঠি পর্যন্ত টেনে ধরেন ওই পুলিশকর্মী। পরে তাঁরাই রিভাকে ওই কনস্টেবলের হাত থেকে উদ্ধার করেন।