গতকাল মোদী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে-র ছবি সম্বলিত মেমেটিতে দেখা যায়, নিজেদের মধ্যে আলোচনায় মোদী বাকি দুজনকে তাঁকে নিশানা করে বিরোধী শিবিরের মেমে নিয়ে অনুযোগ জানাচ্ছেন। তিনি ভুল উচ্চারণ করছেন, মেইমমেইম। ট্রাম্প তাঁর ভুল শুধরে দিয়ে বলছেন, কথাটা 'মিম'। মে তাঁকে বলছেন, আপনি যান, চা বিক্রি করুন! কংগ্রেস এজন্য ক্ষমা চায়, মুছে দেওয়া হয় সেই ট্যুইট। পরে পরেশ বারওয়ালা বলে কটাক্ষ করেন কংগ্রেসকে। ট্যুইট মুছেও দেন। কিন্তু কংগ্রেস মুখপাত্র রণদীপ সিংহ সুরজেওয়ালা বলেন, গুজরাতের এমপি নীচে নেমেছেন! রাওয়ালের মন্তব্যের নিশানা কে, বোঝা না গেলেও সুরজেওয়ালা বলেন, এটাই বিজেপির মহিলাদের সম্মান জানানোর নমুনা! কংগ্রেসের শীর্ষ নেতা কপিল সিবাল প্রায় সব বিজেপি নেতাই এ ধরনের মন্তব্য করে থাকেন বলে অভিযোগ করেন। বলেন, প্রধানমন্ত্রীও গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালে এ ধরনের কথা বলতেন। এখন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী এমন বলেন। বিজেপি কর্মীরাও একই ভাষায় কথা বলে। আমরা সেটা করি না। চা ওয়ালা বারওয়ালার চেয়ে ভাল! মোদীকে কটাক্ষের পাল্টা ট্যুইট করে মুছে দিয়েও কংগ্রেসের নিশানায় রাওয়াল
Web Desk, ABP Ananda | 22 Nov 2017 08:09 PM (IST)
নয়াদিল্লি: ট্যুইটারে কংগ্রেসের যুব শাখার অন লাইন ম্যাগাজিন যুবা দেশ-এ নরেন্দ্র মোদী সম্পর্কে চা ওয়ালা কটাক্ষের বিতর্কের মধ্যেই পরেশ রাওয়ালের পাল্টা ট্যুইট। বিজেপি এমপি তথা বলিউড অভিনেতা পরেশ সেই ট্যুইটে মন্তব্য করেন, চা ওয়ালা আপনাদের বার-ওয়ালার চেয়ে ভাল! তবে সেটি রুচিসম্মত নয় বলে তাঁর নিজেরই মনে হওয়ায় গতকাল রাতেই দুঃখ প্রকাশ করে ট্যুইটটি মুছে ফেলেন তিনি। তবে তা সত্ত্বেও মোদী সম্পর্কে আপত্তিকর ট্যুইটের জেরে বিব্রত কংগ্রেস পরেশকে আক্রমণ করতে দেরি করেনি। তারা পরেশের দায়িত্ববোধ সম্পর্কে প্রশ্ন তুলে দাবি করে, মোদী ক্ষমা চেয়ে ব্যবস্থা নিন পরেশের বিরুদ্ধে।