নয়াদিল্লি: নরেন্দ্র মোদীর প্রশংসা করলে ট্রোলড হতে হয়! মার্কিন উদ্যোগপতি রে দালিওকে সতর্ক করলেন স্বয়ং প্রধানমন্ত্রী। প্রসঙ্গত, ব্রিজওয়াটার অ্যাসোসিয়েটসের প্রতিষ্ঠাতা তথা সহযোগী চেয়ারম্যান এবং সহযোগী ইনভেস্টমেন্ট অফিসার রে দালিও প্রধানমন্ত্রীর প্রশংসা করে একটি ট্যুইটে লেখেন, “বর্তমান বিশ্বের অন্যতম সেরা নেতা নরেন্দ্র মোদী।”
এরপরই এই ট্যুইটের প্রত্যুত্তরে নরেন্দ্র মোদী লেখেন, “এমন প্রশংসার পর আপনাকে ট্রোলড হতে হবে এবং আপনি নিজের ধৈর্য্যশক্তি পরীক্ষার সর্বোৎকৃষ্ট সুযোগ পাবেন।” রে দালিও ট্যুইটে লেখেন, “আমার মতে বিশ্বের সেরা নেতাদের মধ্যে ভারতের প্রধানমন্ত্রী মোদী অন্যতম একজন। আমার সুযোগ হয়েছিল, তাঁর সঙ্গে কথা বলার এবং তাঁর ভাবনা চিন্তার সঙ্গে নিজেকে পরিচয় করার তাঁর কাছে সুযোগ রয়েছে বৈপ্লবিক কিছু করে দেখানোর।”
নরেন্দ্র মোদী রিট্যুইট করে লেখেন, “আমার টিমকে মানুষ যেভাবে আশীর্বাদ করেছে, তা বিগত দশকে দেখা যায়নি। পাঁচ বছর ক্ষমতায় থাকার পর একটা সরকার একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এল, এমনটা বহু বছর আগে হয়েছে। জাতি, ধর্ম, ভাষা নির্বিশেষে মানুষ আমাদের আশীর্বাদ করেছে।”