নয়াদিল্লি: মেয়াদ শেষের আগেই আকস্মিক রিজার্ভ ব্যাঙ্কের ডেপুটি গভর্নর পদে বিরল আচার্য্যের ইস্তফা নিয়ে প্রশ্ন তুলল কংগ্রেস। তাদের প্রশ্ন, নরেন্দ্র মোদি সরকারের আমলে রিজার্ভ ব্যাঙ্কের স্বাধীনতা অক্ষুন্ন রাখায় কঠোর অবস্থানের জন্যই কি সরে যেতে হল তাঁকে। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিন বছরের মেয়াদ পূর্ণ হওয়ার ৬ মাস বাকি থাকতেই বিরল দেশের কেন্দ্রীয় ব্যাঙ্কের অন্যতম শীর্ষ পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই নিয়ে গত সাত মাসে রিজার্ভ ব্যাঙ্কের মতো শীর্ষ প্রতিষ্ঠানে হাইপ্রোফাইল পদে থাকা দুজন ইস্তফা দিলেন। ২০১৮-র ডিসেম্বরে গভর্নর উর্জিত পটেলও মেয়াদ ফুরনোর ৯ মাস বাকি থাকতেই পদত্যাগ করেন। তখনও প্রশ্ন তোলা হয়েছিল, কেন সরে গেলেন উর্জিত। কংগ্রেসের ট্যুইটার হ্যান্ডলে আজ ডেপুটি গভর্নরের ইস্তফা নিয়ে বলা হয়, ৬ মাস বাকি ছিল আরবিআই গভর্নর পদে বিরল আচার্যের মেয়াদ পূর্ণ হওয়ার। কিন্তু তাঁর আকস্মিক পদক্ষেপের সঙ্গে কি কেন্দ্রের বর্তমান সরকারের হাত থেকে রিজার্ভ ব্যাঙ্কের কর্তৃত্ব অটুট রাখার পক্ষে তাঁর অনমনীয় অবস্থানের কোনও সম্পর্ক আছে?