সব ১০ টাকার কয়েন বৈধ, জানিয়ে দিল রিজার্ভ ব্যাঙ্ক
Web Desk, ABP Ananda
Updated at:
20 Nov 2016 10:09 PM (IST)
নয়াদিল্লি: ১০ টাকার কয়েন নিয়ে বিভ্রান্তি কাটাতে ফের উদ্যোগী হল রিজার্ভ ব্যাঙ্ক। আজ বিবৃতি দিয়ে দেশের সর্বোচ্চ ব্যাঙ্ক জানিয়েছে, চলতি ১০ টাকার কয়েন এখনও বৈধ ও আইনসিদ্ধ। বাজারে এখন দু’ধরনের ১০ টাকার কয়েন রয়েছে। একটি রুপি সিম্বল দেওয়া, আরেকটি রুপি সিম্বল ছাড়া। রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, দীর্ঘদিন ধরে কোনও কয়েন বাজারে থাকলে, তার নকশা ও আকারে কিছু পরিবর্তন আনা হয়। দেখতে আলাদা মনে হলেও, সমান্তরালভাবে দুই ধরনের কয়েনেরই বৈধতা থাকে। এ প্রসঙ্গে দু’হাজার এগারো সালে, কয়েনে রুপি চিহ্ন চালুর উল্লেখ করেছে আরবিআই। তারা জানিয়েছে, আংশিক তথ্য জেনে কিম্বা না জেনে, কেউ কেউ ১০ টাকার কয়েন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। এর ফলে সাধারণ মানুষ এবং ব্যবসায়ীদের মধ্যে নানারকম সংশয় তৈরি হচ্ছে। এই সব প্রচারকে উপেক্ষা করে সবাইকে, নিঃসংশয়ে ১০ টাকার কয়েন ব্যবহারের পরামর্শ দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। যা পুরোপুরি বৈধ।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -