নয়াদিল্লি: দেশের শুধু রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিরই অনাদায়ী ঋণের পরিমাণ ৬ লক্ষ কোটি টাকারও বেশি। এই ঋণ আদায় করার জন্য ব্যাঙ্কগুলিকে আরও ক্ষমতা দেওয়ার উদ্যোগ নিল কেন্দ্রীয় সরকার। রিজার্ভ ব্যাঙ্ককে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানিয়েছে সরকার। রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় এ বিষয়ক এক অর্ডিন্যান্সের কথা ঘোষণা করেছেন। এরপরেই নির্দেশিকা জারি করেছে সরকার। সংসদের বাদল অধিবেশনে এই বিল পাশ করানোর পরিকল্পনা করেছে সরকার।
১৯৪৯ সালের ব্যাঙ্কিং আইনের ৩৫এ ধারা সংশোধন করা হয়েছে। অর্ডিন্যান্স অনুযায়ী, ব্যাঙ্কগুলি অনাদায়ী ঋণ আদায়ের জন্য উপযুক্ত ব্যবস্থা নিতে পারবে। এ বিষয়ে অর্থমন্ত্রী অরুণ জেটলি বলেছেন, ব্যাঙ্কগুলির অসঞ্চালিত সম্পদের (নন-পারফরমিং অ্যাসেটস) পরিমাণ অনেক বেড়ে গিয়েছে। ফলে ব্যাঙ্কগুলির আর্থিক কার্যকলাপ বাধাপ্রাপ্ত হচ্ছে। সেই কারণেই এই অর্ডিন্যান্সের কথা ভেবেছে সরকার। ব্যাঙ্কিং আইনের ৩৫এ ধারা সংশোধন করার পাশাপাশি ৩৫এএ এবং ৩৫এবি ধারা যুক্ত করা হয়েছে। বর্তমানে স্থিতাবস্থার ফলে অর্থনৈতিক অসাড়তা তৈরি হয়েছে। এটা চলতে দেওয়া যায় না। অচলাবস্থা ভাঙা দরকার।
জেটলি আরও বলেছেন, সরকারের এই সিদ্ধান্তের ফলে ব্যাঙ্কগুলির বাণিজ্যিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সুবিধা হবে। এছাড়া ব্যাঙ্কগুলির ঋণ সংক্রান্ত বিষয়টির উপর নজরদারি চালাবে একটি কমিটি। অন্য কোনও তদন্তকারী সংস্থা এ বিষয়ে নাক গলাবে না। দুর্নীতি দমন করার জন্য আইন সংশোধনের কথাও ভাবছে সরকার।
অনাদায়ী ঋণ আদায়ে ব্যাঙ্কগুলিকে আরও ক্ষমতা দিচ্ছে সরকার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
05 May 2017 11:01 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -