দ্বিগুণের বেশি বেতন বাড়ল রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের, মাসিক বেসিক পে ২.৫ লক্ষ টাকা
Web Desk, ABP Ananda | 02 Apr 2017 04:22 PM (IST)
নয়াদিল্লি: বিপুল বেতন বাড়ল রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর উর্জিত পটেল ও তাঁর ডেপুটিদের। সরকারি নির্দেশের ফলে এখনকার বেতনের দ্বিগুণের বেশি পাবেন তাঁরা। এখন গভর্নরের মাসিক বেসিক পে ৯০ হাজার টাকা, ডেপুটিদের ক্ষেত্রে মাসে ৮০ হাজার টাকা। বেতনবৃদ্ধির পর গভর্নরের মাসিক বেসিক পে হচ্ছে আড়াই লক্ষ টাকা, ডেপুটিদের মাসে বেসিক পে দাঁড়াচ্ছে ২.২৫ লক্ষ টাকা। ২০১৬-এর জানুয়ারি থেকেই বর্ধিত বেতন ভোগ করবেন তাঁরা। বলা হচ্ছে, এখনও তাঁদের বেতন আরবিআই নিয়ন্ত্রিত নানা ব্যাঙ্কের শীর্ষকর্তাদের চেয়ে অনেক কম। এখন রিজার্ভ ব্যাঙ্কের ডেপুটি গভর্নর ৪ জন। এঁরা হলেন আর গাঁধী, এস এস মুন্দ্রা, এন এস বিশ্বনাথন ও ভিরাল ভি আচার্য। আরবিআইয়ের ওয়েবসাইটে দেওয়া তথ্যে প্রকাশ, দেশের কেন্দ্রীয় ব্যাঙ্কের একেবারে ওপরের মাথাদের মাসিক বেতনের মধ্যে রয়েছে বেসিক পে, ডিএ ও অন্যান্য পেমেন্ট। মাসিক বেতন ৯০ হাজার টাকা, ডিএ ১,১২,৫০০ টাকা, অন্যান্য খাতে ৭ হাজার টাকা, ২০১৬-র ৩০ নভেম্বরের হিসাবে সব মিলিয়ে পটেল পাচ্ছেন ২,০৯,৫০০ টাকা। তথ্যের অধিকার আইনে সংবাদ সংস্থা পিটিআইয়ের প্রশ্নের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাঙ্ক জানিয়েছে, কেন্দ্রীয় অর্থমন্ত্রকের ২১ ফেব্রুয়ারির নির্দেশে গভর্নর ও ডেপুটি গভর্নরদের বেসিক পে সংশোধন করা হয়েছে। বেসিক পে বৃদ্ধির পর তাঁদের গ্রস পে কত হচ্ছে, সেটা জানায়নি আরবিআই। তবে বেসিক যা বাড়ছে, সেই হিসাবে উর্জিতের গ্রস পে দাঁড়াতে পারে প্রায় ৩.৭০ লক্ষ টাকা। ২০১৬-র সেপ্টেম্বরে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর পদে বসেন তিনি।