উর্জিত পটেলকে হুমকি মেল, নাগপুর থেকে গ্রেফতার অভিযুক্ত
Web Desk, ABP Ananda | 05 Mar 2017 02:36 PM (IST)
মুম্বই: রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর উর্জিত পটেলকে হুমকি দিয়ে ই-মেল পাঠানোর দায়ে নাগপুর থেকে গ্রেফতার করা হল এক ব্যক্তিকে। পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তির নাম বৈভব বদলওয়ার (৩৭)। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫০৬ (২) ধারায় মামলা দায়ের করা হয়েছে। গত মাসের ২৩ তারিখ রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরকে পাঠানো ই-মেলে বলা হয়, তিনি পদত্যাগ না করলে তাঁর ও তাঁর পরিবারের লোকেদের ক্ষতি করা হবে। নিজের দফতরের এক উচ্চপদস্থ আধিকারিককে সেই ই-মেল ফরোয়ার্ড করেন পটেল। সেই আধিকারিক মুম্বই পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, নাগপুরের একটি সাইবার ক্যাফে থেকে ওই ই-মেল পাঠানো হয়েছে। এরপরেই বৈভবকে গ্রেফতার করা হয়। নাগপুর আদালত তাঁর সোমবার পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। বৈভব বিদেশে পড়াশোনা করেছেন। তবে তিনি এখন কর্মহীন। সম্ভবত সেই হতাশা থেকেই তিনি এই কাণ্ড ঘটিয়েছেন বলে সন্দেহ করছে পুলিশ। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে।