নয়াদিল্লি: পঞ্জাব ও মহারাষ্ট্র কর্পোরেট ব্যাঙ্ক কেলেঙ্কারি নিয়ে এবার ফরেনসিক অডিট রিজার্ভ ব্যাঙ্কের। গোটা বিষয়ে নজরদারি করছেন স্বয়ং আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস।
বৃহস্পতিবার ফিনান্সিয়াল স্টেবেলিটি অ্যান্ড ডেভেলপমেন্ট কাউন্সিলের (এফএসডিসি) বৈঠকের পর শক্তিকান্ত দাস জানান, “পিএমসি ব্যাঙ্কের বিষয়টি খুব গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। পিএমসি ব্যাঙ্কের ঘটনায় করা হচ্ছে একটি ফরেনসিক অডিট।”
প্রসঙ্গত, বৃহস্পতিবার আরবিআই-এর তরফে পিএমসি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তোলার সীমা বাড়িয়ে ৫০ হাজার টাকা পর্যন্ত করা হয়েছে। এই নিয়ে চারবার টাকা তোলার সীমা বাড়ানো হল। উল্লেখ্য, পিএমসি আর্থিক কেলেঙ্কারিতে ইতিমধ্যেই এইচডিআইএল-এর দুই প্রমোটার রাকেশ ও সারং ওয়াধানকে গ্রেফতার করেছে পুলিশ।
গত মাস থেকেই পিএমসি কেলেঙ্কারি নিয়ে উত্তাল হয়েছে মুম্বই। জায়গায় জায়গায় বিক্ষোভে ফেটে পড়েছেন আমানতকারীরা। রাস্তায় নেমে প্রতিবাদও করেছেন তাঁরা। এমনকি দিল্লিতে আরবিআই-এর সদর দফতরের সামনেও বিক্ষোভ সংগঠিত করেছেন আমানতকারীরা। এই আর্থিক কেলেঙ্কারি সামনে আসার পর এখনও পর্যন্ত ১০জন আমানতকারীর মৃত্যু হয়েছে।