নয়াদিল্লি: রেপো ও রিভার্স রেপো রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক। আজ রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর উর্জিত পটেলের নেতৃত্বাধীন ৬ সদস্যর আর্থিক নীতি কমিটি জানিয়েছে, টানা চতুর্থবার ৬ শতাংশ ও রিভার্স রেপো রেট ৫.৭৫ শতাংশ আছে। তবে এ বছরের ফেব্রুয়ারিতে মুদ্রাস্ফীতির হার ৫.১ শতাংশ থেকে ৫.৬ শতাংশ থাকার পূর্বাভাস করলেও, এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে ৪.৭ থেকে ৫.১ শতাংশের মধ্যে থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। গত অর্থবর্ষে আর্থিক বৃদ্ধির হার ৬.৬ থাকলেও, ২০১৮-১৯ আর্থিক বৃদ্ধির হার ৭.৪ শতাংশ হতে পারে বলে মনে করছে রিজার্ভ ব্যাঙ্ক।


রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘এবার স্বাভাবিক বর্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকার যদি ঠিকমতো ফসল সরবরাহ করতে পারে, তাহলে খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে থাকবে বলে মনে করা হচ্ছে।’