নয়াদিল্লি: আন্তর্জাতিক মূল্যায়ন সংস্থার রেটিং বৃদ্ধি ও জিডিপি বৃদ্ধির হারে উন্নতি সত্ত্বেও রেপো রেট কমানোর ঝুঁকি নিল না সাবধানী ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক।


বুধবার, আরবিআই গভর্নর উর্জিত পটেলের নেতৃত্বাধীন ৬-সদস্যের মনিটরি পলিসি কমিটি (এমপিসি) নিজেদের পঞ্চম দ্বিমাসিক বৈঠকে রেপো রেট ও রিভার্স রেপো রেট যথাক্রমে ৬ শতাংশ ও ৫.৭৫ শতাংশে অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেয়।


শীর্ষ ব্যাঙ্ক জানিয়েছে, (রেপো ও রিভার্স রেপো) কমানোর জন্য কনজিউমার প্রাইস ইন্ডেক্স (সিপিআই)-এর হার ৪ শতাংশের দশমিক ভগ্নাংশের ০.২ পর্যন্ত ঊর্ধ্বসীমা ধার্য করা হয়েছিল।


কিন্তু, ব্যাঙ্কের পেশ কথা তথ্যানুযায়ী, মুদ্রাস্ফীতির হারের পূর্বাভাস ৪.৩-৪.৭ শতাংশ রাখা হয়েছে। ফলত, যা ব্যাঙ্ক নির্ধারিত সীমার দশমিক ভগ্নাংশের ০.৪ বেশি। তাই, এবারে, রেপো ও রিভার্স রেপো রেট কমানোর ঝুঁকি নিল নেওয়া হয়নি বলে জানিয়ে দেওয়া হয়েছে।


একইসঙ্গে, ২০১৭-১৮ অর্থবর্ষে বৃদ্ধির পূর্বাভাস ৬.৭ শতাংশে রেখেছে আরবিআই।