নয়াদিল্লি: আগামী ১ ফেব্রুয়ারি থেকে এটিএম থেকে দৈনিক টাকা তোলার সীমা ১০ হাজার থেকে বেড়ে হল ২৪ হাজার টাকা। এক্ষেত্রে কিন্তু কোনও একটি সেভিংস অ্যাকাউন্ট থেকে সাপ্তাহিক টাকা তোলার সর্বোচ্চ সীমা ২৪ হাজারই বহাল থাকছে। রিজার্ভ ব্যাঙ্কের নয়া নির্দেশে, সাপ্তাহিক বরাদ্দ সীমার টাকা এবার থেকে একবারেই তোলা যাবে এটিএম থেকে। পাশাপাশি কারেন্ট অ্যাকাউন্ট থেকে টাকা তোলার ক্ষেত্রে আর কোনও সীমা থাকছে না।
টাকার যোগানের ভিত্তিতে অদূর ভবিষ্যতে সেভিংস অ্যাকাউন্ট থেকে টাকা তোলার সর্বোচ্চ সীমা তুলে নেওয়ার বিষয়টি বিবেচনার প্রতিশ্রুতি দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক।
এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে নোট বাতিলের আগে সংশ্লিষ্ট ব্যাঙ্কগুলি নিজস্ব সীমা বেঁধে দিত। আগামী ১ ফেব্রুয়ারি থেকে ব্যাঙ্কগুলিকে এক্ষেত্রে তাদের সর্বোচ্চ সীমা বেঁধে দিতে বলা হয়েছে।
রিজার্ভ ব্যাঙ্ক কারেন্ট অ্যাকাউন্টের পাশাপাশি ক্যাশ ক্রেডিট অ্যাকাউন্ট ও ওভার ড্রাফ্ট অ্যাকাউন্ট থেকে টাকা তোলার সীমা প্রত্যাহার করেছে।
এটিএম থেকে টাকা তোলার ঊর্ধ্বসীমা বেড়ে ২৪ হাজার, কারেন্ট অ্যাকাউন্টে উঠল সীমা
ABP Ananda, web desk
Updated at:
30 Jan 2017 06:24 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -