নয়াদিল্লি: নতুন ৫০০ ও ২,০০০ টাকার নোটে স্বচ্ছ ভারত অভিযানের লোগো থাকলেও, এ বিষয়ে বিস্তারিত তথ্য দিতে নারাজ রিজার্ভ ব্যাঙ্ক। তথ্যের অধিকার আইনে এক সাংবাদিক নতুন নোটগুলির লোগোর বিষয়ে বিস্তারিত তথ্য জানতে চেয়েছিলেন। কিন্তু রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে জবাবে বলা হয়েছে, নতুন নোটগুলির বিষয়ে যে তথ্য প্রকাশ করা হয়েছে তার বাইরে আর কোনও তথ্য দেওয়া যাবে না। তথ্যের অধিকার আইনের ৮ (১) ধারা অনুসারে নোটের আকার, উপাদান, নকশা ও নিরাপত্তা সংক্রান্ত বৈশিষ্ট্যের বিষয়ে তথ্য গোপন রাখা যাবে।
তথ্যের অধিকার আইনে দেশের সার্বভৌমত্ব, অখণ্ডতা, নিরাপত্তা, কৌশলগত বিষয়, বৈজ্ঞানিক ও আর্থিক স্বার্থ রক্ষা, অন্য দেশগুলির সঙ্গে সম্পর্কে প্রভাব পড়তে পারে এবং হিংসা বা অপরাধ ছড়িয়ে পড়তে পারে এমন বিষয়গুলিকে ছাড় দেওয়া হয়েছে। সেই ধারার কথা উল্লেখ করেই নতুন নোটে স্বচ্ছ ভারত অভিযানের লোগো সংক্রান্ত তথ্য প্রকাশ করা হবে না বলে জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক।
নোটে কোনও বিজ্ঞাপন বা প্রচার সংক্রান্ত বিষয় ছাপার জন্য কোনও নিয়ম রয়েছে কি না, সেটাও জানতে চাওয়া হয়েছিল তথ্যের অধিকার আইনে। এ বিষয়ে সরাসরি জবাব দেয়নি রিজার্ভ ব্যাঙ্ক। বলা হয়েছে, ভারতের নোটে বিভিন্ন গাছ বা ফুলের নকশা, মোটিফ, নিরাপত্তা সংক্রান্ত বৈশিষ্ট্য থাকে।
অর্থ মন্ত্রকের অধীনে আর্থিক বিষয় সংক্রান্ত দফতর (ডিইএ) নোট ও কয়েনের পরিকল্পনা, নিরাপত্তা, নোট ছাপা ও কয়েন তৈরির দায়িত্বে আছে। প্রথমে এই দফতরেই চিঠি দিয়ে তথ্যের অধিকার আইনে নতুন নোটের লোগোর বিষয়ে বিস্তারিত জানতে চাওয়া হয়েছিল। ডিইএ সেই চিঠি পাঠিয়ে দেয় রিজার্ভ ব্যাঙ্কে। এরপর জবাব দেয় রিজার্ভ ব্যাঙ্ক।
নতুন নোটে স্বচ্ছ ভারত মিশনের লোগোর বিষয়ে বিস্তারিত তথ্য দিতে নারাজ রিজার্ভ ব্যাঙ্ক
Web Desk, ABP Ananda
Updated at:
16 Oct 2017 02:22 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -