নয়াদিল্লি:  এক টাকা, ২ টাকা, ৫ টাকা, ১০ টাকার কয়েন আমরা সবাই দেখেছি। এবার ৩৫০ টাকার কয়েন বাজারে আনছে আরবিআই। গুরু গোবিন্দ সিংহের সাড়ে তিনশো বছরের জন্ম শতবার্ষিকী উপলক্ষে এবং তাঁকে সম্মান জানাতে এই উদ্যোগ আরবিআইয়ের। সূত্রের খবর, এই কয়েনের পরিধি হবে ৪৪ মিলিমিটার। ৫০ শতাংশ রুপো, ৪০ শতাংশ তামা, ০৫ শতাংশ নিকেল এবং ০৫ শতাংশ জিঙ্ক দিয়ে তৈরি হবে কয়েনটি। কয়েনের সামনে দিকে অশোক স্তম্ভ খোদাই করা থাকবে। আরবিআই এক বিবৃতি জারি করে বলেছে, কয়েনের সামনের দিকে অশোক স্তম্ভের লায়ন ক্যাপিটাল থাকবে, নীচে লেখা থাকবে সত্যমেব জয়তে। কয়েনের বাঁদিকে দেবনগরী হরফে লেখা থাকবে ভারত এবং ডানদিকে ইংরেজিতে ভারত লেখা থাকবে। কয়েনের মধ্যে টাকার সিম্বল থাকবে, সঙ্গে ৩৫০ টাকা সংখ্যায়ও লেখা থাকবে। কয়েনের উল্টো পিঠে তখত শ্রী হরিমন্দির জি পটনা সাহিবের একটি ছবি রয়েছে। এছাড়া দেবাঙ্গিরি হরফে ওপরে এবং ইংরেজিতে নীচে লেখা শ্রী গুরু গোবিন্দ সিংহ জি-র ৩৫০ তম প্রকাশ উত্সব। এছাড়া বছর '১৬৬৬' এবং '২০১৬' কয়েনের ডান এবং বাম দিকে লেখা থাকবে।