নয়াদিল্লি: দেশে দু হাজার টাকার নোট চালু করতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক? কেন্দ্র বা আরবিআই-এর তরফে এখনও এই বিষয়ে কোনও মন্তব্য না করা হলেও, সোশ্যাল মিডিয়ায় ২ হাজার টাকার নোটের ছবি ছড়িয়ে পড়েছে। সেখানে বলা হচ্ছে, আগামী ফেব্রুয়ারিতে ওই নোট বাজারে আসতে চলেছে। আরও বলা হচ্ছে, নতুন নোট প্রকাশ করার আগে প্রয়োজনীয় প্রক্রিয়া প্রায় শেষ করে ফেলেছে কেন্দ্র। বহু নোট ছাপাও হয়ে গিয়েছে। জানা গিয়েছে, মহীশূরের টাঁকশালে এই নোট ছাপা হয়েছে।