নয়াদিল্লি: বিয়ের জন্য ব্যাঙ্ক থেকে আড়াই লক্ষ টাকা তোলার ছাড়পত্র দিয়েছে কেন্দ্র। কিন্তু, তার জন্য যে শর্ত রেখেছে, তা দেখে অনেকেরই কপালে চিন্তার ভাঁজ আরও বাড়তে পারে।
বিয়ে বরাবরই ঝক্কির ব্যাপার! কিন্তু, মোদী সরকার পাঁচশো এবং হাজার টাকার নোট বাতিল করার পর তো, বিয়ে করা অনেকের কাছে মহাকাশযাত্রার চেয়েও বেশি কঠিন কাজ হয়ে পড়েছে! কারণ, নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আছে, অথচ প্রয়োজনমতো তোলার উপায় নেই! সম্প্রতি কেন্দ্রের ঘোষণায় অনেকে কিছুটা স্বস্তি পেয়েছিলেন। কেন্দ্রীয় অর্থ বিষয়ক সচিব শক্তিকান্ত দাস ঘোষণা করেন, বিয়ের খরচ মেটানোর জন্য অ্যাকাউন্ট থেকে তোলা যাবে সর্বোচ্চ আড়াই লক্ষ টাকা।
কিন্তু, স্বস্তি কোথায়? ঘোষণার পরও না কি বহু ব্যাঙ্ক থেকেই বলা হচ্ছে, এরকম কোনও নির্দেশিকা তাদের কাছে নেই, তাই বিয়ের জন্য আড়াই লক্ষ টাকা তুলতে দেওয়া যাবে না! আবার কোথাও তো নির্দেশিকা থাকলেও, দেওয়ার মতো না কি টাকাই নেই! আর যদি সব ঠিকও থাকে, তাহলেও বিয়ের জন্য নিজের অ্যাকাউন্ট থেকে নিজের টাকা তুলতে যে পরিমাণ প্রমাণ পেশ করতে হবে, তাও ঘুম ওড়ানোর জন্য যথেষ্ঠ।
সরকারের শর্ত হল-
• বিয়ের জন্য অ্যাকাউন্ট থেকে আড়াই লক্ষ টাকা তুলতে হলে বিয়ের আমন্ত্রণপত্র জমা দিতে হবে।
• বিয়েবাড়ি কিংবা ক্যাটারার বুক করতে অগ্রিম টাকা দেওয়া হয়েছে, এমন বিল ব্যাঙ্কে জমা দিতে হবে।
• যাঁদের টাকা দেওয়ার জন্য ব্যাঙ্ক থেকে টাকা তুলতে চাইছেন, তাঁদের নামের তালিকা দিতে হবে!
• আর এখানেই শেষ নয়, যাঁদের টাকা দেবেন বলে টাকা তুলছেন, তাঁদেরকেও হলফনামা জমা দিয়ে জানাতে হবে, যে তাঁদের কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই।
অর্থাৎ আপনার বিয়ে যদি ৩০ ডিসেম্বরের মধ্যে হওয়ার কথা থাকে, তাহলে আপনি এতগুলো শর্তপূরণ করে ব্যাঙ্ক থেকে, নিজের অ্যাকাউন্ট থেকে, আড়াই লক্ষ টাকা তোলার যোগ্য হবেন! এরপরও পাবেন কি না, সেটা অবশ্য বলা কঠিন! কারণ, মূল শর্ত হল, ব্যাঙ্কে পর্যাপ্ত পরিমাণ টাকার যোগান থাকতে হবে! যেটা আপনার হাতে নেই!
বিয়ের জন্য ব্যাঙ্ক থেকে আড়াই লক্ষ টাকা তোলার ক্ষেত্রে একগুচ্ছ শর্ত আরবিআই-এর
Web Desk, ABP Ananda
Updated at:
21 Nov 2016 11:51 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -