নয়াদিল্লি: ডিমোনেটাইজেশনের পরবর্তী অধ্যায়ে চালু হওয়া নতুন ২০০০ টাকার নোট ছাপা বন্ধ করল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। অর্থাৎ, নতুন করে আর বাজারে আর এই নোট ছাড়বে না শীর্ষ ব্যাঙ্ক। তবে, বাজারে আগে যে ২০০০ টাকার নোট চলছে, সেগুলি বৈধ থাকবে।


পাশাপাশি, সূত্রের খবর, নতুন ২০০ টাকার নোট বাজারে আনতে চলেছে শীর্ষ ব্যাঙ্ক। ইতিমধ্যেই, সেই নোট ছাপার কাজ শুরুও হয়ে গিয়েছে। সেই প্রক্রিয়াকে আরও দ্রুত করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। আরবিআই সূত্রে জানা গিয়েছে, আগামী মাসেই সম্ভবত বাজারে আত্মপ্রকাশ করতে চলেছে নতুন ২০০ টাকার নোট।



আরবিআই জানিয়েছে, নোট বাতিলের সময় প্রায় ৬৩০ কোটি পিস ১০০০ টাকার নোট প্রত্যাহার করা হয়েছিল। যার মোট বাজারদর ছিল ৩ লক্ষ ৭০ কোটি টাকা। তারপর এখনও পর্যন্ত প্রায় ৩৭০ কোটি পিস (মূল্য ৭.৪ লক্ষ কোটি টাকা) ২০০০ টাকার নোট ছাপানো হয়েছে। অর্থাৎ, বাজারে আগের তুলনায় বেশি পরিমাণ নগদ ঢুকেছে।


বিশেষজ্ঞদের মতে, নতুন ২০০ টাকার নোটের ফলে, ছোট মূল্যের নোটের মধ্যে পার্থক্য আরও কমবে। যেমন, বাজারে ২০০০ টাকার নোট খুচরো করতে গেলে, ২০টা ১০০ টাকার নোটের বদলে ১০টা ২০০ টাকার নোট দেওয়া সহজ।