নয়াদিল্লি: ৫০০, ২০০০-এর পর এবার বাজারে আসছে নতুন ৫০ ও ২০ টাকার নোট, জানাল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
একে একে পুরনো পাঁচশো, পুরনো এক হাজার টাকার নোট বাতিল হয়ে গিয়েছে। তার বদলে এখন নয়া চেহারায় পাঁচশো। গোলাপি রঙের দু’হাজার।
আর এই তালিকায় যুক্ত হতে চলেছে ৫০ টাকা এবং কু’ড়ি টাকার নতুন নোট। রিজার্ভ ব্যাঙ্ক সূত্রে খবর, নয়া ২০ টাকার নোটে থাকছে ‘এল’ ইনসেট লেটার। দলাচ্ছে নম্বরের প্যানেলেও।
পাশাপাশি আসছে ৫০ টাকার নতুন নোটও। কিন্তু ৫০ টাকার নোটের নম্বর প্যানেলে ইনসেট লেটার নেই। নতুন নোটে আরবিআই-এর গভর্নর উর্জিত পটেলের স্বাক্ষর থাকবে। সেই সঙ্গে ২০১৬ সাল উল্লেখ থাকবে।
যদিও, আরবিআই-এও জানিয়ে দিয়েছে, নতুন নোট বাজারে এলেও, পুরনো নোটও আগের মতো চলবে।