হায়দরাবাদ: স্মার্টফোনের মাধ্যেমে আর্থিক লেনদেন আরও সহজ করছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)। এরফলে আগামী কিছুদিনের মধ্যেই বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্মার্টফোনের মাধ্যমেই টাকা লেনদেন করা যাবে। প্রয়োজন পড়বে না ব্যাঙ্কে যাওয়ার। আইডিআরবিটি ব্যাঙ্কিং টেকনোলজি এক্সেলেন্স পুরস্কার প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এ কথা জানিয়েছেন আরবিআই গভর্নর রঘুরাম রাজন।
মোবাইল ব্যবহারের বাড়বাড়ন্তের পরিপ্রেক্ষিতে *99# - এর মতো ইন্টার-অপারেবল ইউএসএসডি চ্যানেল এবং ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস (ইউপিআই)-এর মাধ্যমে মোবাইল ব্যাঙ্কিং পরিষেবাকে উত্সাহিত করা হচ্ছে।
রাজন বলেছেন, যেহেতু স্মার্টফোন এখন সুলভ হয়ে উঠেছে সেহেতু তিনি ইউপিআই সম্পর্কেই অধিক উত্সাহী। তিনি বলেছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ইউপিআই-এর মাধ্যমে স্মার্টফোনে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা লেনদেন অনেক সহজ হবে। এক্ষেত্রে কারুর অ্যাকাউন্টে টাকা পাঠাতে তার আইডি জানলেই হবে। কোনও গ্রামবাসীও সহজেই স্মার্টফোনে আইডি টাইপ করে কারুর অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারেন। এই সুবিধার ফলে টাকা জমা দিতে বা টাকা তুলতে ব্যাঙ্কে যাওয়ার প্রয়োজন পড়বে না।
আরবিআই গভর্নর বলেছেন, প্রভূত সম্ভাবনা সত্ত্বেও ইলেকট্রনিক পেমেন্ট পরিষেবা কাঙ্খিত স্তরে পৌঁছচ্ছে না। এক্ষেত্রে কর আরোপের একটা আশঙ্কা কাজ করছে। ইলেকট্রনিক প্রযুক্তিতে কর ফাঁকি দেওয়াটা কঠিন হয়ে পড়েছে। ব্যবসায়ীদের প্রযুক্তি ব্যবহারে উত্সাহিত করতে কর সংক্রান্ত কিছু ছাড় দিলে লাভ পাওয়া যেতে পারে বলেও মন্তব্য করেছেন রাজন।
স্মার্টফোনের মাধ্যমে টাকা লেনদেন আরও সহজ করছে আরবিআই
ABP Ananda, web desk
Updated at:
18 Jul 2016 03:10 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -