লেনদেনের স্বার্থে ১ জুলাই খোলা থাকবে রিজার্ভ ব্যাঙ্ক
Web Desk, ABP Ananda | 29 Jun 2017 09:15 PM (IST)
মুম্বই: এনইএফটি ও আরটিজিএস-এর মাধ্যমে তহবিল লেনেদেন ব্যবস্থা সচল রাখার জন্য আগামী শনিবার ১ জুলাই খোলা থাকছে রিজার্ভ ব্যাঙ্ক। বৃহস্পতিবার এক বিবৃতিতে এই কথা জানিয়ে দেওয়া হয়েছে। শনিবার সকাল ১১টায় খুলবে রিজার্ভ ব্যাঙ্ক। জুলাই থেকে শুরু হয়ে জুনে শেষ হয় রিজার্ভ ব্যাঙ্কের অর্থবর্ষ। ৩০ জুন সেই অর্থবর্ষের শেষ দিন হওয়ায় সাধারণত ১ জুলাই রিজার্ভ ব্যাঙ্ক বন্ধ থাকে। কিন্তু এবার সেটা হচ্ছে না। এই শনিবার সব ব্যাঙ্ক খোলা থাকায় রিজার্ভ ব্যাঙ্কও খোলা থাকবে। সকাল ১১টা থেকেই লেনদেন করা যাবে। তবে ফিক্সড রেট রেপো লিক্যুইডিটি অ্যাডজাস্টমেন্ট পরিষেবা পাওয়া যাবে সকাল ১১.৩০ মিনিট থেকে ৩টে পর্যন্ত।