নয়াদিল্লি: ১০০ টাকার নোট নতুন করে ডিজাইন করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। আগামী এপ্রিল থেকে নতুন নোট ছাপানোর কাজ শুরু হতে পারে বলে খবর।
নোট বাতিলের পর ৫০০ টাকার পুরনো নোট বাতিল করে নতুন নোট ছাপায় কেন্দ্র। অল্পদিন আগে রিজার্ভ ব্যাঙ্ক ৫০ আর ২০০ টাকার নতুন নোট বার করেছে। এবার শোনা যাচ্ছে, বাজারে চলা ১০০ টাকার নোট ধীরে ধীরে তুলে নেবে তারা। বদলে আসবে নতুন ১০০ টাকার নোট।
শোনা যাচ্ছে, এটিএম মেশিনের কথা মাথায় রেখে নোটের আকারে কোনও পরিবর্তন হবে না। অর্থাৎ ৫০০ ও ২০০০ টাকার নতুন নোট আনার সময় এটিএম মেশিনের যে বদল আনা হয় এ ক্ষেত্রে তা হবে না।
বাজারে নতুন আসা ২০০ টাকার নোট এখনও সকলের হাতে পৌঁছয়নি। সেই নোট সরবরাহ পর্যাপ্ত হওয়ার পর ১০০ টাকার নতুন নোট ছাপানো শুরু হবে বলে খবর।
পুরনো ১০০ টাকার নোটের বদলে নতুন নোট আনছে রিজার্ভ ব্যাঙ্ক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
05 Oct 2017 10:00 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -