মুম্বই: গত বছরের ৮ নভেম্বর নোট বাতিলের প্রভাব দেশে নগদ লেনদেনে পড়েছে। বাজারে নগদের জোগান বাড়াতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ২০০ টাকার নোট ছাপার কাজ শুরু করেছে। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।  গ্রাহকদের মধ্যে নগদের নেলদেনের সুবিধার জন্য সরকারি টাঁকশালে ২০০ টাকার নোট ছাপার কাজ চলছে।  এসবিআই গ্রুপের চিফ ইকনোমিস্ট সৌম্যকান্তি ঘোষ বলেছেন, দৈনন্দিন লেনদেনের ক্ষেত্রে ২০০ টাকার নোট খুবই কার্যকরী হবে।
উল্লেখ্য, কয়েক মাস আগে কেন্দ্রীয় ব্যাঙ্ক ২০০ টাকার নোট চালু করার প্রস্তাবে অনুমোদন দিয়েছিল।
উল্লেখ্য, কালো টাকা মোকাবিলায় ২০১৬-র ৮ নভেম্বর ৫০০ টাকা ও ১০০০ টাকার নোট বাতিলের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরফলে বাজারে চালু নোটের মধ্যে ৮৬ শতাংশই বাতিল হয়ে পড়ে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রিসার্চের তথ্য অনুযায়ী, ৮ নভেম্বরের আগে ৫০০ টাকার ১,৬৫০ কোটি নোট ছিল। রাতারাতি নোট হাতিল হওয়ায় বাজারে শূন্যতা দেখা দেয়। বাতিল টাকার পরিবর্তে নতুন ২০০০ টাকার নোট চালু করা হয়। বেশি পরিমাণ নতুন ৫০০  টাকার নোটও বাজারে নিয়ে আসা হয়।
২০০০ টাকার খুচরো করা একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায়। ঘোষ জানিয়েছেন, ২০০ টাকার নোট বাজারে এলে মাঝারি নোটের অভাবের সমস্যা মিটবে।