'নীচ আদমি' মন্তব্যের জন্য গুজরাত ভোটে ক্ষতি হলে দল যে সাজাই দেবে, মেনে নেব: আয়ার
Web Desk, ABP Ananda
Updated at:
08 Dec 2017 02:58 PM (IST)
নয়াদিল্লি: গতকাল সাসপেন্ড হয়েছেন। নরেন্দ্র মোদীকে নীচ কিসম কা আদমি কটাক্ষের সাফাই দিয়েছেন, তিনি প্রধানমন্ত্রীকে জাত পরিচয় তুলে কিছু বলেননি, তাঁর মানসিকতার সমালোচনা করাই ওই মন্তব্যের উদ্দেশ্য ছিল। এবার মণিশঙ্কর আয়ার জানালেন, তাঁর প্রধানমন্ত্রী সম্পর্কে মন্তব্যের জন্য গুজরাতের বিধানসভা ভোটে কংগ্রেসের ক্ষতি হলে সেজন্য দল তাঁকে যে সাজাই দেবে, তিনি তা মাথা পেতে নিতে প্রস্তুত। এখানে ভারত-পাকিস্তান সংক্রান্ত এক সেমিনারের ফাঁকে আয়ার বলেন, কংগ্র্রেস আমায় অনেক দিয়েছে। কংগ্রেস না থাকলে ভারতের কোনও ভবিষ্যত্ নেই।
গতকাল প্রধানমন্ত্রী বাবাসাহেব অম্বেডকরের প্রসঙ্গ তুলে কংগ্রেসকে আক্রমণ করে বলেন, ভোটের স্বার্থে ওরা তাঁকে ব্যবহার করে, কিন্তু একটি পরিবারের জন্য দেশগঠনে ওনার অবদান ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। তারপরই প্রবীণ কংগ্রেস নেতা আয়ার তাঁকে নীচ লোক, সভ্যতা জানেন না বলে আক্রমণ করেন, বলেন, অম্বেডকরকে স্বীকৃতি দিয়েছিলেন দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুই। আয়ারের মন্তব্যে তুমুল জলঘোলা হয়। মোদী পাল্টা কংগ্রেসকে কটাক্ষ করেন, এটা মুঘল যুগের মানসিকতা। নির্বাচনী জনসভায় এও বলেন, তিনি গুজরাতের মুখ্যমন্ত্রী ও দেশের প্রধানমন্ত্রী হিসাবে এমন কোনও কাজ কখনও করেননি, যাতে দেশবাসীর মাথা হেঁট হয়। কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীও আয়ারের মন্তব্যে তীব্র আপত্তি জানিয়ে ক্ষমা চাইতে বলেন। তাঁকে সাসপেন্ডও করে কংগ্রেস।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -