গাঁধীনগর: যেভাবে দেশে একের পর এক ব্যাঙ্ক সংক্রান্ত আর্থিক কেলেঙ্কারি ঘটেছে, তাতে দেশের রিজার্ভ ব্যাঙ্ক ক্রুদ্ধ, আহত, যন্ত্রণাবিদ্ধ। কিন্তু যতদিন না পুরো ব্যবস্থা স্বচ্ছ হচ্ছে, ততদিন তারা হাত গুটিয়ে থাকবে না, দরকারে বিষ খেয়ে নীলকণ্ঠ হবে। বললেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর উর্জিত প্যাটেল।

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ১৪,৫০০ কোটি টাকার কেলেঙ্কারি নিয়ে এই প্রথম মুখ খুললেন আরবিআই গভর্নর। গাঁধীনগরে গুজরাত ন্যাশনাল ল ইউনিভার্সিটিতে বক্তৃতা দিতে এসে তিনি বলেন, একশ্রেণির ঋণদাতার সঙ্গে হাত মিলিয়ে কিছু বাণিজ্যিক সংস্থার এভাবে ব্যাঙ্ককে ঠকানো দেশের ভবিষ্যৎ লুঠ করা ছাড়া কিছু নয়। এই অনৈতিক আঁতাত ভাঙতে রিজার্ভ ব্যাঙ্ক যা করার করবে।
তাঁর কথায়, দেশের ঋণদান সংক্রান্ত গোটা ব্যবস্থা পরিচ্ছন্ন করতে রিজার্ভ ব্যাঙ্ক বিশাল পদক্ষেপ করেছে, যতক্ষণ না দুর্নীতির এই গোটা সমুদ্র মন্থন সম্পূর্ণ হচ্ছে, ততক্ষণ তারা নীলকণ্ঠের মত বিষ গ্রহণ করবে কিন্তু সরে আসবে না। এ জন্য যতই নিন্দা হোক, ধিক্কার বর্ষিত হোক, সব সহ্য করবে রিজার্ভ ব্যাঙ্ক।

তিনি চান, ব্যাঙ্কের নিয়ন্ত্রণ শক্তি ব্যাঙ্কের মালিকানার ক্ষেত্রে নিরপেক্ষ হোক। মালিকানা সরকারি বেসরকারি যাই হোক, নিয়মকানুন একই থাকবে। তবে তাঁর স্বীকারোক্তি, কোনও ব্যাঙ্কের কাজকর্ম নিয়ন্ত্রণ করা কারও পক্ষেই সমস্ত দুর্নীতি রুখে দেওয়া সম্ভব নয়, সব দিকে নজর রাখা কার্যত অসম্ভব।

পিএনবি কেলেঙ্কারির প্রসঙ্গ তুলে উর্জিত বলেন, ব্যাঙ্কিং ব্যবস্থার সাইবার সংক্রান্ত ঝুঁকিগুলি তাঁরা চিহ্নিত করেছেন, ধরতে পেরেছেন ঠিক কোন জায়গা থেকে দুর্নীতি ঘটেছে। এই সমস্যা মেটাতে ২০১৬-তেই তিনটি সার্কুলার বার করে নির্দিষ্ট কিছু নির্দেশ দেয় রিজার্ভ ব্যাঙ্ক কিন্তু পিএনবি সেগুলি মেনে চলেনি। ফলে নির্দেশ থাকা সত্ত্বেও ঝুঁকির জায়গাগুলি নিশ্চিহ্ন করার চেষ্টা করেনি তারা।