হায়দরাবাদ: ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগে এফআইআর দায়ের হওয়ার কয়েকদিনের মধ্যেই ফের বিস্ফোরক বিজেপি বিধায়ক টি রাজা সিংহ। তিনি জানিয়ে দিলেন, রাম মন্দির নির্মাণের জন্য তিনি প্রাণ দিতেও পারেন আবার নিতেও পারেন।
অভিযোগ, গতকাল হনুমান জয়ন্তী উপলক্ষে একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে হায়দরাবাদের গোশামহলের বিধায়ক বলেন, রাম মন্দির নির্মাণ করা প্রতিটি হিন্দুর প্রতিজ্ঞা। তাতে প্রাণ যদি দিতে বা নিতেও হয়, পরোয়া নেই।
তিনি যোগ করেন, অযোধ্যায় রাম মন্দির নির্মাণ কোনও শক্তি রুখতে পারবে না। আগামী এক বা দু বছরের মধ্যে যাতে রাম মন্দির নির্মিত হতে পারে তা আমরা নিশ্চিত করব।
রাজা সিংহ জানান, কারও ধর্মকে আঘাত করার উদ্দেশ্য নয় তাঁর। তবে, কেউ যদি রাম মন্দির নির্মাণে বাধা সৃষ্টি করে, তাহলে তিনি চুপ থাকবেন না।
প্রসঙ্গত, গত সপ্তাহে এই রাম মন্দির ইস্যুতে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন এই নেতা। যেখানে তিনি হুমকি দিয়েছিলেন, অযোধ্যায় রাম মন্দির নির্মাণে বাধাসৃষ্টিকারী ‘বিশ্বাসঘাতকদের’ মাথা শরীর থেকে আলাদা করে দেওয়া উচিত।
তাঁর বক্তব্যের তীব্র সমালোচনা করে কংগ্রস। ধর্মীয় ভাবাবেগে আঘাত করার জন্য তাঁর বিরুদ্ধে অভিযোগও দায়ের হয়।