লখনউ: অযোধ্যায় রাম মন্দির নির্মাণ তাঁর কাছে ধর্মবিশ্বাসের প্রশ্ন। এ জন্য তিনি জেলে যেতে রাজি। বললেন কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রী উমা ভারতী।
গতকাল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে দেখা করেন উমা। পরে বলেন, রাম মন্দির তাঁর কাছে বিশ্বাস, এ ব্যাপারে তাঁর মধ্যে বিরাট গৌরববোধ রয়েছে। এ জন্য জেলে যেতে হলে তিনি রাজি, নিজেকে ফাঁসিতে ঝুলিয়ে দিতে হলেও রাজি।
আদিত্যনাথের সঙ্গে রাম মন্দির নির্মাণ নিয়ে কথা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, তাঁদের রাম মন্দির নিয়ে আলোচনার দরকার নেই, তাঁরা কেউই এই ইস্যু সম্পর্কে অপরিচিত নন। আর আদিত্যনাথের গুরু মহান্ত অবৈদ্যনাথই রাম মন্দির আন্দোলনের হোতা ছিলেন।
যেহেতু বিষয়টি সুপ্রিম কোর্টের বিচারাধীন তাই এ নিয়ে বিশেষ কিছু বলবেন না বলে জানান উমা। তবে বলেন, শীর্ষ আদালতও বলেছে, বিষয়টি আদালতের বাইরে মিটিয়ে নেওয়া যেতে পারে।
রাম মন্দিরের জন্য জেলে যেতে, ফাঁসি যেতে রাজি, বললেন উমা ভারতী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
08 Apr 2017 07:49 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -