নয়াদিল্লি: সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ)-র প্রতিবাদে সারা দেশেই বিক্ষাভ-আন্দোলন চলছে। দিল্লির শাহিনবাগেও চলছে আন্দোলন। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সিএএ নিয়ে যাঁদের সংশয় রয়েছে, তাঁদের সঙ্গে কথা বলতে তিনি প্রস্তুত। বৃহস্পতিবার অমিত শাহ বলেছেন, আগামী তিনদিনের মধ্যে যে কেউ সময় চেয়ে তাঁর অফিসে এসে দেখা করতে পারেন।


একটি অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সিএএ নিয়ে যাঁদেরই সমস্যা রয়েছে, তাঁরা আমার অফিস থেকে সময় চেয়ে নিতে পারেন। তিনদিনের মধ্যে আমি তাঁদের সঙ্গে দেখা করে বিষয়টি নিয়ে আলোচনা করব।

অমিত শাহ আরও একবার বলেছেন, জাতীয় জনসংখ্যা পঞ্জি (এনপিআর)-এর জন্য কোনও নথি দেওয়ার প্রয়োজন নেই। তিনি বলেছেন, এনপিআরের ক্ষেত্রে কোনও নথি দেখাতে হবে না। মৌখিকভাবে তথ্য দিলেই চলবে। এনপিআর-এর জন্য কোনও নথি চাওয়া হবে না। এ ব্যাপারে ভুল প্রচার করছে কংগ্রেস।

শাহিনবাগ সহ দিল্লির প্রতিবাদ সম্পর্কে অমিত শাহ বলেছেন, শান্তিপূর্ণভাবে প্রতিবাদের অধিকার সবারই রয়েছে।