নয়াদিল্লি: সোস্যাল মিডিয়া, রাজনীতির ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে নেতিবাচক প্রচার চলছে বলে জানিয়ে তার মোকাবিলায় পাল্টা প্রচার কর্মসূচি নিচ্ছেন বিদ্রোহী আমআদমি পার্টি (আপ) নেতা তথা নয়াদিল্লির কেজরীবাল সরকারের প্রাক্তন মন্ত্রী কপিল মিশ্র। তিনি বলেছেন, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল দ্বারা প্রভাবিত হয়ে মোদী ও বিজেপির বিরুদ্ধে যেসব কথা অতীতে বলেছিলেন, তার প্রায়শ্চিত্ত করতে চান তাঁর হয়ে প্রচার করে। এজন্য ‘আমার প্রধানমন্ত্রী, আমার গর্ব’ শীর্ষক প্রচারে নামছেন তিনি। সাংবাদিকদের মিশ্র বলেছেন, আমি প্রধানমন্ত্রীর গুণগ্রাহী, আবার আপের বিধায়ক।
প্রযুক্তিপ্রেমী, মিডিয়া বান্ধব বলে পরিচিত মিশ্র অতীতে নানা সময়ে প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছিলেন, ২০১৬-য় পঠানকোট সন্ত্রাসবাদী হামলার পর তাঁকে ‘আইএসআই এজেন্ট’ তকমা দিয়ে বিতর্কেও জড়ান। এখন তাঁর সাফাই, নমো অ্যাপে দেওয়া সাক্ষাত্কারে ইতিমধ্যেই এজন্য দুঃখ প্রকাশ করেছি। মোদী সরকারের গত চার বছরের শাসনে দেশের শহরগুলিতে কোনও বড় জঙ্গি হামলা না হওয়াটাই বলে দিচ্ছে, প্রধানমন্ত্রীর পারফরম্যান্স কেমন।
ঘটনাচক্রে মিশ্রের মা দিল্লি বিজেপির প্রথম সারির নেত্রী, পূর্ব দিল্লির প্রাক্তন মেয়রও। কেজরীবাল, মন্ত্রী সত্যেন্দ্র জৈনের বিরুদ্ধে মারাত্মক দুর্নীতির অভিযোগ তুলে আপে কোণঠাসা হয়ে পড়ার পর থেকেই ক্রমশ বিজেপি নেতাদের ঘনিষ্ঠতা বাড়াচ্ছেন তিনি।
১১ নভেম্বর ইন্ডিয়া গেটের সামনে থেকে প্রচার অভিযান শুরু করবেন বলে জানিয়ে মিশ্র বলেছেন, যারা মোদীর বিরুদ্ধে নেতিবাচক প্রচারে নেমেছে, তাদের জবাব দিতে এই অভিযান। আপের সঙ্গে বিরোধে জড়িয়েছেন, কিন্তু এখনও দেশের জন্য কাজ করতে চান, এমন লোকজনকেও একজোট করা হবে এর মাধ্যমে। পূর্ব দিল্লির কারোয়াল নগরের বিধায়ক মিশ্র বলেছেন, দিল্লির ৭০টি বিধানসভা কেন্দ্র মাথায় রেখে শুরু করে সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে প্রচার।
মোদীর বিরুদ্ধে ‘নেতিবাচক প্রচারে’র পাল্টা ‘আমার প্রধানমন্ত্রী, আমার গর্ব’ অভিযানে বিদ্রোহী আপ নেতা
Web Desk, ABP Ananda
Updated at:
06 Nov 2018 02:56 PM (IST)
কপিল মিশ্র
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -