মানুষের প্রার্থনায় পুনর্জন্ম, হাসপাতাল থেকে জানালেন জয়ললিতা
Web Desk, ABP Ananda | 13 Nov 2016 11:28 PM (IST)
চেন্নাই: মানুষের প্রার্থনাতেই পুনর্জন্ম হল, হাসপাতাল থেকে জানালেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা। সেপ্টেম্বরের পর এই প্রথমবার দলীয় কর্মী, অনুরাগীদের উদ্দেশ্যে বার্তা দিলেন জয়া আম্মা। বললেন, পুরোপুরি সুস্থ হওয়ার অপেক্ষায় রয়েছি। সুস্থ হয়েই কাজে যোগ দেব। আরও বলেন, তামিলনাড়ু এবং পুদুচেরিতে নির্বাচনে এআইএডিএমকে-র জয়ের খবর শোনার অপেক্ষায় রয়েছি। প্রসঙ্গত, জ্বর এবং ডিহাইড্রেশনে আক্রান্ত হয়ে গত ২২ সেপ্টেম্বর চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন এআইএডিএমকে নেত্রী। এরপর তাঁর ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে। হাসপাতালের চেয়ারম্যান জানিয়েছেন, জয়া আম্মার ফুসফুসে সংক্রমণ এখন পুরোপুরি নিয়ন্ত্রণে। তিনি যখন সম্পূ্র্ণ সুস্থ অনুভব করবেন, তখনই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ এখনও কোনও ডিসচার্জ ডেট ঠিক করেনি।