ভোপাল: খরায় পুড়ে যাচ্ছে মাঠ কে মাঠ? অতিবৃষ্টিতে ক্ষেত জলের তলায়? নাকি ঝড়ে ফসল ঝরে যাচ্ছে? সব সমস্যার সমাধান একটাই। হনুমান চালিশা। নিয়মিত পাঠ কর, বজরংবলীর ভয়ে প্রাকৃতিক দুর্যোগ গা ঢাকা দিতে পথ পাবে না। বিজেপি নেতা ও মধ্য প্রদেশের প্রাক্তন বিধায়ক রমেশ সাক্সেনা রাজ্যের কৃষকদের এই পরামর্শ দিয়েছেন।
সেহোর এলাকার এই প্রাক্তন বিধায়ক চাষীদের বলেছেন, আগামী ৫ দিন রোজ ১ ঘণ্টা করে হনুমান চালিশা পড়তে। তা হলেই নাকি মিলবে ফসল সমস্যার হাতে গরম সমাধান। তাঁর দাবি, বজরংবলীর মন্ত্র ফসল ক্ষতির পরীক্ষিত সমাধান, এমনটা করলে কৃষকরা প্রাকৃতিক দুর্যোগের সামনে কখনওই পড়বেন না।
এখানেই থেমে না থেকে রমেশ আরও বলেছেন, ভগবান হনুমানই একমাত্র শক্তি যিনি ঝড়, বৃষ্টি, শিলাবৃষ্টির হাত থেকে বাঁচাতে পারেন। তাই আগামী ৫ দিন রোজ এক ঘণ্টা করে হনুমান চালিশা পড়লে ফসল ক্ষতির সমাধান মিলবেই মিলবে।
[embed]https://twitter.com/ANI/status/962976996451147776?ref_src=twsrc%5Etfw&ref_url=https%3A%2F%2Fwww.newsx.com%2Fregional%2Ffarmers-suffer-irreparable-losses-bjp-leader-says-chant-hanuman-chalisa[/embed]
ফসল ক্ষতির জেরে কৃষক আত্মহত্যা মধ্য প্রদেশে নতুন কিছু নয়। রবিবারও রাজ্যের বিস্তীর্ণ এলাকায় প্রচণ্ড ঝড়, বৃষ্টি ও শিলাবৃষ্টি হয়েছে, নষ্ট হয়েছে বিঘের পর বিঘে ফসল। রমেশ সাক্সেনার এলাকা সেহোরও বাদ যায়নি। এখন তাঁর পরামর্শ শুনে ফসল বাঁচাতে স্থানীয় কৃষকরা হনুমান চালিশা পাঠ করবেন কিনা সেটা এখনও জানা যায়নি।
ফসল বাঁচাতে চাও? পাঠ কর হনুমান চালিশা: বিজেপি নেতার পরামর্শ মধ্য প্রদেশের কৃষক সম্প্রদায়কে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
13 Feb 2018 12:51 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -