নয়াদিল্লি: পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে (পিএনবি) ১৩,৫৭৮ কোটি টাকার জালিয়াতিতে অভিযুক্ত নীরব মোদী, তাঁর ভাই নিশাল মোদী এবং তাঁর সংস্থার কর্তা সুভাষ পরবের বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল ইন্টারপোল। সিবিআই-এর অনুরোধের ভিত্তিতেই নীরবদের বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করা হয়েছে বলে সূত্রের খবর। এর ফলে ১৯০টি দেশের পুলিশ নীরবকে খুঁজে বার করে গ্রেফতার করতে পারবে।



পিএনবি জালিয়াতিতে মূল অভিযুক্ত নীরব, তাঁর স্ত্রী অ্যামি ও আত্মীয় মেহুল চোকসি এ বছরের জানুয়ারিতেই দেশ ছেড়ে পালিয়েছেন। এরপর তাঁদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় এবং তদন্ত শুরু হয়। গত মাসে নীরবের বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারির আবেদন জানিয়ে ইন্টারপোলের দ্বারস্থ হয় সিবিআই। তার ভিত্তিতেই এই পদক্ষেপ বলে জানা গিয়েছে।