নয়াদিল্লি: ২০০০ সালে লাল কেল্লায় জঙ্গি হামলার ঘটনার ১৮ বছর পর সন্দেহভাজন লস্কর ই তৈবা জঙ্গিকে গ্রেফতার করল গুজরাত অ্যান্টি টেররিস্ট স্কোয়াড ও দিল্লি পুলিশের স্পেশাল সেল। একটি বিশেষ যৌথ অভিযানে গতকাল এই সাফল্য পেয়েছে তারা।
অভিযুক্ত জঙ্গির নাম বিলাল আহমেদ কাওয়া। দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়ানোর পর অবশেষে দিল্লি বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে তাকে। পুলিশ বলেছে, ২০০০ সালে লাল কেল্লায় জঙ্গি হামলা চালিয়ে বিলাল কাশ্মীর পালিয়ে যায়। সেখানেই লুকিয়ে ছিল সে। গতকাল দিল্লি বিমানবন্দরে পা রাখতেই পুলিশ তাকে গ্রেফতার করে।
২০০০ সালের ২২ ডিসেম্বর লাল কেল্লায় হামলা চালায় ৬ জঙ্গি। প্রহরারত রাজপুতানা রাইফেলসের জওয়ানদের ওপর তাদের নির্বিচারে গুলি বর্ষণে শহিদ হন ৩ জন, তাঁদের মধ্যে একজন ছিলেন সাধারণ মানুষ। সেনা প্রত্যাঘাত করলেও লাল কেল্লার পাঁচিল টপকে তারা পালাতে সক্ষম হয়।
এই জঙ্গি হামলার বিচার চলাকালীন উঠে আসে বিলালের নাম। হাওয়ালার মাধ্যমে তার নামে বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়ে সাড়ে ২৯ লাখ টাকা। ওই টাকা মহম্মদ আরিফ নামে এক জঙ্গি জমা দেয় বলে অভিযোগ। আরিফকে দিল্লি হাইকোর্ট মৃত্যুদণ্ড দিয়েছে। জানা গিয়েছে, তাকে অর্থ দিয়ে লস্কর ই তৈবা ঘটায় লাল কেল্লায় হামলা।
১৮ বছর আগে লাল কেল্লায় হামলা, গ্রেফতার লস্কর জঙ্গি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
11 Jan 2018 09:08 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -