নয়াদিল্লি: চতুর্থ দফায় লকডাউন ঘোষণায় আন্তঃরাজ্য বাস চলাচলে ছাড় দিয়েছে কেন্দ্র। নতুন নির্দেশিকায় বলা হয়েছে, সংশ্লিষ্ট রাজ্যের কোনও আপত্তি না থাকলে আন্তঃরাজ্য বাস চলাচল করতে পারবে। যে নির্দেশিকা পাওয়ার পর বাসের টিকিট বুকিংয়ে নতুন বৈশিষ্ট্য যোগ করল অনলাইনে বাসের টিকিট কাটার সংস্থা ‘রেডবাস’।


কী করছে ওই সংস্থা? এবার থেকে রেডবাস অ্যাপে বা সংস্থার ওয়েবসাইটে বাসের গতিবিধি আর কোন রাস্তা দিয়ে তা চলাচল করছে জানতে পারবেন যাত্রীরা। এবার থেকে নিজেদের প্রয়োজনীর রুটে বাস চলাচল করলেই যাত্রীদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যাবে রেডবাস অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে। সেই অনুযায়ী টিকিট বুক করতে পারবেন যাত্রীরা।

এর জন্য রেজিস্ট্রেশন করার সময় যাত্রীকে নিজেদের ফোন নম্বর ও ই-মেল আইডি দিতে হবে। যাতে রেডবাস সংস্থা তাঁদের সঙ্গে যোগাযোগ করতে ও নোটিফিকেশন পাঠাতে পারে। সম্প্রতি রেডবাস সংস্থা একটি সমীক্ষা চালিয়ে দেখেছে, ৫৯ শতাংশ যাত্রী আন্তঃরাজ্য বাস পরিষেবা স্বাভাবিক হলেই যাত্রা করতে ইচ্ছুক।