সালোন (রায়বেরিলি): নেহরু-গাঁধী পরিবারের ‘দূর্গে’ দাড়িয়ে তাদের চ্যালেঞ্জ স্মৃতি ইরানির। রাহুলের সংসদীয় কেন্দ্র অমেঠির অন্তর্ভুক্ত সালোনে এক অনুষ্ঠানের পর তিনি দাবি করেছেন, কংগ্রেস সহ সভাপতির জয়ের মার্জিন ৮০ শতাংশ ‘কমিয়ে দিয়েছেন’ তিনি। ২০১৪-র সাধারণ নির্বাচনে রাহুলের বিরুদ্ধে ভোটে লড়ে হেরে গেলেও এবার তিনি আত্মবিশ্বাসের সুরে দলীয় কর্মীদের উদ্দেশ্যে বলেছেন, কংগ্রেস গত ৬০ বছরে যা করতে পারেনি, তা মাত্র দু বছরে করে দেখিয়েছে মোদী সরকার। আপনারা ২০১৭-র (উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন) জন্য তৈরি থাকুন। কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী এও বলেছেন, নেহরু-গাঁধী পরিবার তাদের প্রতিশ্রুতি পালন না করায় আমি রাহুলের জয়ের ব্যবধান ৮০ শতাংশ কমিয়ে এনেছি।


 

রাজ্যে ২০১৭-র ভোটে পদ্মফুল ফুটবে বলে আশা প্রকাশ করেন তিনি। বলেন, বিজেপি উন্নয়নের এজেন্ডা সামনে রেখেই বিধানসভা ভোটে লড়বে। এও বলেন, আমাদের দলের সভাপতি অমিত শাহ ইতিমধ্যে জানিয়েছেন, আমরা উন্নয়নের কর্মসূচি সামনে রেখে ভোটে লড়ব। বিজেপির জয় নিশ্চিত। আমার দৃঢ় বিশ্বাস, উত্তরপ্রদেশে এবার পদ্মফুল ফুটবে। মোদী সরকারের দ্বিতীয় বর্ষপূর্তিতে স্মৃতির দাবি, এই সরকারের ডালি সাফল্যে ভর্তি।

তাঁর প্রশ্ন, পরিবার-নির্ভর রাজনীতিতে অমেঠির কী উপকার হবে? কংগ্রেস কর্মীরা হতাশাগ্রস্ত, তাদের আচরণ স্বাভাবিক নয় বলেও দাবি করেন স্মৃতি।