এবার কাশ্মীরের ক্রিকেটারদের ‘ফতোয়া’ হুরিয়তের
web desk, ABP Ananda | 29 Oct 2016 02:14 PM (IST)
শ্রীনগর: দিনের পর দিন হরতাল ডেকে স্বাভাবিক জীবন বিপর্যস্ত করার পাশাপাশি স্কুল-কলেজের দরজা বন্ধ রাখার পরিস্থিতি তৈরি করে শিক্ষাব্যবস্থা বানচাল করে দেওয়ার অভিযোগ রয়েছেই। এবার কাশ্মীরী বিচ্ছিন্নতাবাদীরা সেখানকার ক্রিকেটারদের কী করণীয়, তাও বলে দিতে শুরু করল! উপত্যকার বাইরে ক্রিকেট খেলতে গিয়ে ‘বিচ্ছিন্নতাবাদীদের উদ্দেশ্যের ক্ষতি হয়, এমন কিছু যেন তাঁরা না করেন’ স্থানীয় ক্রিকেটারদের এমনই পরামর্শ দিল সৈয়দ আলি শা গিলানির নেতৃত্বাধীন কট্টরপন্থী হুরিয়ত কনফারেন্স। এক বিবৃতিতে তারা বলেছে, আমাদের ছেলেরা ভারতের নানা রাজ্যে ক্রিকেট খেলছে। কারও ব্যক্তিগত বিষয়ে আমাদের হস্তক্ষেপ করার অধিকার নেই ঠিকই, কিন্তু তা সত্ত্বেও আমরা ওদের আবেদন করব, এমন কিছু কোরো না, যাতে আমাদের শত্রুরা আমাদের দিকে আঙুল তোলার সুযোগ পেয়ে যায়। যদিও ঠিক কী ধরনের কার্যকলাপের কথা তারা বোঝাতে চাইছে, তা উল্লেখ করেনি হুরিয়ত। বিচ্ছিন্নতাবাদীদের এই জোট অবশ্য কাশ্মীর উপত্যকায় ইদানীং একের পর এক স্কুল জ্বালিয়ে দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তাদের ‘বদনাম করতেই’ এমন করা হচ্ছে বলে দাবি করেছে। হিজবুল মুজাহিদিন কমান্ডার বুরহান ওয়ানি নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হওয়ার পর থেকে অশান্ত কাশ্মীরে এ পর্যন্ত প্রায় ২০টি স্কুল পুড়িয়ে দিয়েছে দুষ্কৃতীরা।