নয়াদিল্লি: দেশের যুব সম্প্রদায়কে রেল লাইনের কাছে সেলফি তোলা ও স্টান্ট দেখানো থেকে বিরত থাকার বার্তা দিলেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। তিনি বলেছেন, ‘গত কয়েকদিনে আমি খবর ও ভিডিওতে দেখেছি, তরুণরা রেল লাইনের কাছে সেলফি তুলতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছে অথবা স্টান্ট দেখাচ্ছে। এই দুর্ঘটনার কথা জেনে খুব খারাপ লেগেছে। তোমরাই দেশের ভবিষ্যৎ। তোমাদের কাছে আমার অনুরোধ, রেল লাইনের কাছে সতর্ক থাকো। রেল লাইন পেরোনোর সময় সিগন্যাল ও নিয়ম মেনে চলো। জীবনের ঝুঁকি নিও না।’



সম্প্রতি হায়দরাবাদের এক তরুণ রেল লাইনে চলন্ত ট্রেনের সামনে দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, কাশ্মীরের এক তরুণ রেল লাইনে চলন্ত ট্রেনের নীচে শুয়ে স্টান্ট দেখাচ্ছে। দেশজুড়ে রেল লাইনে বিপজ্জনক সেলফি ও স্টান্টের প্রবণতা বাড়ছে। সেই কারণেই তরুণদের উদ্দেশে এই বার্তা দিলেন রেলমন্ত্রী। এছাড়া রেলমন্ত্রকের পক্ষ থেকে বলিউডের জনপ্রিয় গানের মাধ্যমে রেল লাইন ও ট্রেনে সতর্ক থাকার বার্তা দিয়ে পোস্টার প্রকাশ করা হয়েছে।