লখনউ: ২০১৯ লোকসভা নির্বাচনকে মাথায় রেখে ‘মিশন দলিত’ শুরু করেছে বিজেপি। যেখানে তারা দলিত ভোটারদের আকৃষ্ট করতে সেই সম্প্রদায়ের মানুষের বাড়িতে হয় খাচ্ছেন বা রাত কাটাচ্ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে শুরু হওয়া এই প্রকল্পের উদ্দেশ্য ছিল দলিতদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করা। কিন্তু, অচিরেই তাকে ফোটো-সেশনে পরিণত করেছেন দলীয় নেতারা।


এই প্রেক্ষিতে বিজেপি নেতাদের সতর্ক করল আরএসএস। সংগঠনের সর্বভারতীয় প্রচার প্রমুখ মনমোহন বৈদ্য বলেন, দলিতদের বাড়িতে ভোজন করে লোক দেখানোর প্রচেষ্টা বন্ধ করা উচিত বিজেপি নেতাদের। গোটা বিষয়টি ভাল উদ্দেশ্যে শুরু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু, দলের নেতারা সেই ভাবনাকে কলুষিত করেছেন। তিনি যোগ করেন, দীর্ঘদিন ধরেই নবরাত্রির সময় সঙ্ঘের নেতারা দলিত মেয়েদের নিজেদের বাড়িতে ডেকে আপ্যায়ন করেন। কিন্তু, সেখানে লোক দেখানোর মতো কিছু করা হয় না।


প্রসঙ্গত, এদিনই প্রায় একই কথা বলেছেন বিজেপি সাংসদ সাবিত্রী বাঈ। তিনিও দলীয় নেতাদের উদ্দেশ্যে দলিতদের বাড়ি গিয়ে ভোজন করে লোক দেখাতে মানা করেছেন। তাঁর মতে, এসব করে আখেরে দলিতদের অপমানই করা হচ্ছে।